Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্ট স্থগিত করল সৌদি হজ মন্ত্রণালয়

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৯

ওমরাহ কোম্পানি ও বিদেশি এজেন্ট স্থগিত করল সৌদি হজ মন্ত্রণালয়

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক োমরাহ কোম্পানি এবং তাদের বিদেশি এজেন্টের কার্যক্রম স্থগিত করেছে। অভিযোগ উঠেছে, তারা চুক্তি অনুযায়ী হাজিদের জন্য আবাসনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে।   

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সংশ্লিষ্ট কোম্পানি ওমরাহ হাজিদের সেবা প্রদানের নিয়ম ভঙ্গ করেছে। বেশ কয়েকজন হাজি আবাসন ছাড়াই সৌদি আরবে পৌঁছান। এ কারণে মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেয় এবং কোম্পানি ও এজেন্টের কার্যক্রম স্থগিত করে।  

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো হাজিদের অধিকার রক্ষা করা, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করা এবং সেবার মান আরো উন্নত করা।  

এর আগে গত জুনে সাতটি ওমরাহ কোম্পানিকে স্থগিত করা হয়েছিল। তখন অভিযোগ ছিল, তারা হাজিদের জন্য পর্যাপ্ত পরিবহন সেবা দিতে ব্যর্থ হয়েছে।  

হজ মন্ত্রণালয় ও দুই পবিত্র মসজিদের সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছর জুমাদাল আখির মাসে (২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর) বিশ্বজুড়ে থেকে ১৭ লাখের বেশি মুসলিম সৌদি আরবে এসে ওমরাহ পালন করেছেন।  

সৌদি সরকার বারবার জানিয়েছে, হাজিদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব। এজন্য নিয়ম ভঙ্গকারী প্রতিষ্ঠান বা এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

চুক্তি অনুযায়ী আবাসন না দেওয়ায় এক ওমরাহ কোম্পানি ও তাদের বিদেশি এজেন্টকে স্থগিত করেছে সৌদি হজ মন্ত্রণালয়। হাজিদের অধিকার রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে পরিবহন সেবায় ব্যর্থতার কারণে আরো কয়েকটি কোম্পানিকে স্থগিত করা হয়েছিল। এদিকে, চলতি মৌসুমে রেকর্ড সংখ্যক মুসলিম সৌদি আরবে এসে ওমরাহ পালন করেছেন।

Logo