বাহরাইনে ওভারটাইম করলে পারিশ্রমিক বা ছুটি দেওয়ার প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৯
বাহরাইনের সংসদের নিম্নকক্ষ কাউন্সিল অব রিপ্রেজেন্টেটিভস ৩০ ডিসেম্বর এক জরুরি প্রস্তাব পাস করেছে। এতে সরকারি কর্মচারীদের অতিরিক্ত কাজের (ওভারটাইম) পারিশ্রমিক দ্রুত পরিশোধ অথবা ক্ষতিপূরণমূলক ছুটি দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কর্মচারীদের প্রাপ্য ভাতা, প্রণোদনা ও পদোন্নতি নিয়ম অনুযায়ী নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
নিউজ অব বাহরাইন জানিয়েছে, প্রস্তাবের অন্যতম প্রণেতা এমপি সালেহ বুয়ানাক বলেন, “সরকারি কর্মচারীরা নিয়মিত সময়ের বাইরে কাজ করলে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। হয় তাদের অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিতে হবে, নয়তো ছুটির ব্যালান্সে যোগ হওয়া ক্ষতিপূরণমূলক সময় ব্যবহার করতে দিতে হবে।” তিনি জানান, অনেক কর্মচারী ওভারটাইমের টাকা পেতে বিলম্বের শিকার হন অথবা ক্ষতিপূরণমূলক ছুটি নিতে পারেন না।
বুয়ানাক উল্লেখ করেন, অনেক কর্মচারীর বার্ষিক ছুটি সর্বোচ্চ সীমা ৭৫ দিনে পৌঁছে যায়। কর্মস্থলের প্রয়োজন দেখিয়ে তাদের ছুটি নিতে দেওয়া হয় না। ফলে অতিরিক্ত কাজের মাধ্যমে অর্জিত দিনগুলো বাতিল হয়ে যায় এবং কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার হারান।
প্রস্তাবের ব্যাখ্যামূলক নথিতে বলা হয়েছে, এর উদ্দেশ্য হলো সরকারি কর্মচারীদের আর্থিক অধিকার রক্ষা করা, ক্ষতিপূরণমূলক ছুটি যেন বাতিল হওয়ার আগে ব্যবহার করা যায় তা নিশ্চিত করা, কর্মপরিবেশ ও চাকরির সন্তুষ্টি বৃদ্ধি করা এবং ভাতা, প্রণোদনা ও পদোন্নতি নিয়ম অনুযায়ী প্রদান করা।
প্রস্তাবের স্পন্সররা জানান, বিলম্বিত ওভারটাইম পরিশোধ এবং বাতিল হয়ে যাওয়া ক্ষতিপূরণমূলক ছুটি ইতোমধ্যেই অনেক সরকারি কর্মচারীর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই তারা বিষয়টি জরুরি প্রক্রিয়ায় উত্থাপন করেছেন।
logo-1-1740906910.png)