Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে নতুন বছরে পেট্রোলের দাম কমলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ১২:৪৮

আমিরাতে নতুন বছরে পেট্রোলের দাম কমলো

সংযুক্ত আরব আমিরাতের ফুয়েল প্রাইস কমিটি জানুয়ারি ২০২৬ মাসের জন্য নতুন পেট্রোল ও ডিজেলের দাম ঘোষণা করেছে। প্রতি মাসের শেষে বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশটিতে জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে সুপার ৯৮ পেট্রোল প্রতি লিটার ২.৫৩ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা ডিসেম্বরের ২.৭০ দিরহামের তুলনায় কম। অন্যদিকে স্পেশাল ৯৫ পেট্রোল প্রতি লিটার ২.৪২ দিরহাম নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ২.৫৮ দিরহাম। অর্থাৎ জানুয়ারিতে উভয় ধরনের পেট্রোলের দামই কমেছে। ডিজেলের দামও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কিছুটা হ্রাস পেয়েছে।

জ্বালানি তেলের দাম কমায় সরাসরি উপকার পাবেন গাড়িচালক ও পরিবহন খাতের ব্যবসায়ীরা। মাসিক ব্যয় কিছুটা কমে যাবে, ফলে সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার খরচও হ্রাস পাবে। বিশেষ করে ট্যাক্সি, বাস ও ট্রাক পরিবহন খাতে জ্বালানি ব্যয় কমে গেলে ভাড়া স্থিতিশীল থাকবে বা কিছু ক্ষেত্রে কমতে পারে।

অর্থনীতির বৃহত্তর প্রেক্ষাপটে জ্বালানি মূল্য হ্রাস মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। কারণ পরিবহন খরচ কমলে খাদ্যপণ্য ও অন্যান্য ভোগ্যপণ্যের সরবরাহ ব্যয়ও কমে যায়। এতে বাজারে মূল্যস্ফীতি চাপ হ্রাস পায়। একই সঙ্গে শিল্প ও উৎপাদন খাতেও জ্বালানি ব্যয় কমে প্রতিযোগিতা বাড়বে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সাম্প্রতিক সময়ে কিছুটা কমেছে। এর প্রতিফলনই দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের নতুন জ্বালানি মূল্য নির্ধারণে। দেশটি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম সমন্বয় করে থাকে। এর ফলে ভোক্তারা বৈশ্বিক বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দামে জ্বালানি কিনতে পারেন।

বিশ্লেষকরা মনে করছেন, জানুয়ারির এই মূল্যহ্রাস সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। ভোক্তাদের ক্রয়ক্ষমতা কিছুটা বাড়বে, ব্যবসায়ীরা ব্যয় সাশ্রয় করবেন এবং সামগ্রিকভাবে বাজারে স্থিতিশীলতা আসবে। তবে বৈশ্বিক বাজারে তেলের দাম আবার বাড়লে ভবিষ্যতে জ্বালানি মূল্যও বাড়তে পারে।

Logo