Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩১ ডিসেম্বর ২০২৫

কুয়েত রেসিডেন্সির জরিমানা আরো কঠোর হয়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫১

কুয়েত রেসিডেন্সির জরিমানা আরো কঠোর হয়েছে

বাহরাইন

বাহরাইনে ২০২৬ সালে বিভিন্ন ধরনের ফি

বাহরাইনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিদেশি কর্মীদের নিয়োগে ফিগুলো পুনরায় নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে। যাতে ২০২৬ সাল থেকে বাহরাইনের নাগরিকদের জন্য কর্মক্ষেত্রে আরো বেশি চাকরি নিশ্চিত হয়। তবে বিদেশি কর্মীদের জন্য কত ধরনের ফি নির্ধারিত হয়েছে, তা জানানো হয়নি। যদিও শঙ্কা আছে, এতে করে বাহরাইনে প্রবাসী কর্মীদের চাকরির সুযোগ কিছুটা হলেও সংকুচিত হতে পারে। নিউজ অব বাহরাইনের খবরে বলা হয়েছে, বাহরাইনের সরকারের ক্যাবিনেট একটি ব্যাপক অর্থনৈতিক সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে, যার লক্ষ্য হলো সরকারি ব্যয় কমানো, রাজস্ব বৃদ্ধি, জনগণের সেবা নিয়ন্ত্রণে রাখা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আর তাতে সব মন্ত্রণালয় ও সরকারি বিভাগকে তাদের সেবা না কমিয়ে প্রশাসনিক ব্যয় ২০% কমাতে বলা হয়েছে। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, যারা বছরে এক মিলিয়ন বাহরাইন দিনার (BD) আয় বা ২ লাখ দিনার বা তার বেশি নেট মুনাফা পান, তাদের আয়ের ওপর ১০% কর আরোপ হতে পারে, যা ২০২৭ থেকে কার্যকর হতে পারে।পানির ব্যবহার ভিত্তিতে স্যানিটেশন পরিষেবার ওপর ২০% চার্জ ধার্য হবে। কোম্পানি/ফ্যাক্টরিগুলোর জন্য গ্যাসের মূল্য খরচ অনুপাতে নির্ধারিত হবে। জ্বালানি ও পানি-ট্যারিফ নতুন নিয়মে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে।


কুয়েত

কুয়েত রেসিডেন্সির জরিমানা আরো কঠোর হয়েছে

কুয়েতে প্রবাসীদের জন্য নতুন রেসিডেন্সি আইন কার্যকর হয়েছে।এই আইনে জরিমানা আগের চেয়ে অনেক কঠোর করা হয়েছে। রেসিডেন্সি সময়মতো না নিলে বা নবায়ন না করলে প্রথম মাসে প্রতিদিন ২ কুয়েতি দিনার জরিমানা দিতে হবে। এরপর প্রতিদিন ৪ দিনার করে জরিমানা বাড়বে। এক্ষেত্রে মোট জরিমানা সর্বোচ্চ ১ হাজার ২০০ দিনার পর্যন্ত হতে পারে। গৃহকর্মীদের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ৬০০ দিনার নির্ধারিত হয়েছে। ভিজিট ভিসা বা মেয়াদ শেষ হওয়ার পর কুয়েতে থাকলে একইভাবে জরিমানা প্রযোজ্য হবে। প্রথমে প্রতিদিন ২ দিনার, পরে ৪ দিনার করে প্রদান করতে হবে। এক্ষেত্রেও জরিমানার সীমা ১ হাজার ২০০ দিনার পর্যন্ত। প্রবাসীদের নবজাতক সন্তানের ক্ষেত্রে জন্মের চার মাসের মধ্যে রেসিডেন্সি না করলে গুনতে হবে জরিমানা, যা প্রতিদিন ২ দিনার।এই জরিমানা সর্বোচ্চ ২ হাজার দিনার পর্যন্ত হতে পারে। নতুন আইনে আরো বলা হয়েছে, কোনো প্রবাসী টানা ছয় মাসের বেশি কুয়েতের বাইরে থাকলে তার রেসিডেন্সি বাতিল হতে পারে।গৃহকর্মীদের ক্ষেত্রে এই সীমা চার মাস। ফলে এখন থেকে রেসিডেন্সি দেরি মানেই এখন বড় অঙ্কের জরিমানা। তাই কুয়েতে থাকলে নিজের ভিসা, রেসিডেন্সি এবং পরিবারের সব কাগজপত্র সময়মতো আপডেট রাখতে বলা হচ্ছে।


সংযুক্ত আরব আমিরাত

প্রবাসী কর্মীদের জন্য আমিরাতে নববর্ষের আয়োজন

সংযুক্ত আরব আমিরাতে এবারের থার্টি ফার্স্ট নাইটে দেশটির কর্মী-শ্রমিকদের জন্য ৩০টি স্থানে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই উৎসবে খেলাধুলা, বিনোদন, প্রতিযোগিতা আর উপহার বিতরণসহ সব আয়োজনই থাকবে। খালিজ টাইমস জানিয়েছে, আমিরাতের মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়ের পরিকল্পনায় এই উৎসবটি আয়োজন করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, এসব আয়োজন শুধু একটি পার্টি নয়, দেশটির জন্য কাজ করা মানুষের সমাজে অন্তর্ভুক্তি, আনন্দ এবং স্বীকৃতির বার্তা।

দেশটির নানা প্রান্তে প্রতি বছরই নতুন বছরকে স্বাগত জানানোর অনুষ্ঠানগুলো আরো বড় হচ্ছে। খেলাধুলা, গেমস এবং উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতা ছাড়াও অনেকের ভাগ্য পরীক্ষাও করতে পেরেছেন। অনেকে পুরস্কারও জিতেছেন। এই বছর কর্মীদের জন্য এ আয়োজনে তাদেরই সম্মান জানানো হবে। আমিরাতের সরকার মনে করছে, নতুন বছর ২০২৬ কে শুভেচ্ছা জানাতে এই অনুষ্ঠান কেবল উৎসব নয়, বরং মানুষের মাঝে সুখ, আনন্দ ও সমৃদ্ধির বার্তাও ছড়িয়ে দেবে! 

Logo