Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নতুন বিনিয়োগকারী ভিসা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০২

কুয়েতে নতুন বিনিয়োগকারী ভিসা চালু

কুয়েত প্রবাসীদের জন্য নতুন আবাসন ও ভিসা নিয়ম ঘোষণা করেছে। ২৪ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া এই নিয়মগুলো দেশের Foreigners’ Residency Law No. 2249 of 2025 এর অধীনে প্রণীত হয়েছে। নতুন নিয়মে বিনিয়োগকারীদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা, দক্ষ পেশাজীবীদের জন্য বিশেষ আবাসন সুবিধা এবং ডিজিটাল সেবা চালু করা হয়েছে। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম অ্যারাবিয়ান বিজনেস এ সংবাদ প্রকাশ করেছে। 

কুয়েত ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অথরিটি (KDIPA) এর অনুরোধে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ ১৫ বছরের আবাসন ভিসা দেওয়া যাবে। এর মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের কুয়েতে বিনিয়োগে উৎসাহিত করা হবে।  

নতুন আবাসন ক্যাটাগরি

- স্বনির্ভর পেশাজীবী ও উদ্যোক্তা: ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত ব্যবসায়ীদের জন্য আলাদা আবাসন সুবিধা।  

- বিশেষায়িত পেশাজীবী: ডাক্তার, প্রকৌশলী, বিজ্ঞানী ও আইটি বিশেষজ্ঞদের জন্য নতুন আবাসন ক্যাটাগরি।  

- গৃহকর্মী: আর্টিকেল ২০ এর অধীনে থাকা গৃহকর্মীরা সর্বোচ্চ চার মাস দেশের বাইরে থাকতে পারবেন। এর বেশি হলে আবাসন বাতিল হবে।  

- কর্মী বয়সসীমা: নতুন নিয়ম অনুযায়ী কর্মীদের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।  

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন দুটি ই-সেবা চালু করেছে:  

১. আর্টিকেল ১৮ এর অধীনে বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রথমবারের মতো ডিজিটাল আবাসন পারমিট।  

২. একই খাত থেকে আর্টিকেল ১৪ এর অধীনে অস্থায়ী আবাসনে রূপান্তরের সুযোগ।  

প্রতি সপ্তাহে প্রায় ১৭ হাজার থেকে ২০ হাজার পর্যটক কুয়েতে প্রবেশ করছেন। পরিবার ভিজিট, ব্যবসা ও পর্যটন উদ্দেশ্যে আগতরা এর মধ্যে রয়েছেন।

কুয়েতের এই সংস্কারগুলো প্রবাসী নীতি আধুনিকায়নের অংশ। বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি আবাসন, দক্ষ পেশাজীবীদের জন্য নতুন সুযোগ এবং ডিজিটাল সেবা প্রবাসীদের জন্য কুয়েতে বসবাস ও কাজকে আরো সহজ করবে।

Logo