Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতের ভিসার তথ্য জানা যাবে অনলাইনে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:০১

আমিরাতের ভিসার তথ্য জানা যাবে অনলাইনে

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরতদের জন্য ভিসার মেয়াদ ও অবস্থা এখন অনলাইনে সহজেই জানা সম্ভব। ভিসা কখন শেষ হচ্ছে, বৈধ আছে কিনা কিংবা চাকরি পরিবর্তনের সময় পরিবারের ভিসা ঝুলে আছে কিনা; সব তথ্য কয়েক মিনিটেই পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটে।  

গালফ নিউজের সূত্রমতে, যাদের ভিসা দুবাই থেকে ইস্যু হয়েছে, তারা জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (GDRFA-Dubai) ওয়েবসাইটে গিয়ে ভিসার অবস্থা জানতে পারবেন।  

- ওয়েবসাইটে গিয়ে Visa Status Service নির্বাচন করতে হবে।  

- আবেদন নম্বর, ফাইল নম্বর বা পাসপোর্ট তথ্য দিয়ে অনুসন্ধান করা যায়।  

- ফাইল নম্বর ভিসার স্টিকার বা UAE Pass-এ পাওয়া যাবে।  

- তথ্য দিয়ে সার্চ করলে ভিসার মেয়াদ ও অবস্থা দেখা যাবে।  

সহায়তার জন্য যোগাযোগ:  

- দুবাইয়ের ভেতরে: ৮০০৫১১১

- দুবাইয়ের বাইরে: +৯৭১ ৪ ৩১৩ ৯৯৯৯

আবুধাবি, শারজাহ, আজমান, উম্ম আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ থেকে ইস্যুকৃত ভিসার তথ্য পাওয়া যাবে Federal Authority for Identity, Citizenship, Customs and Port Security (ICP) ওয়েবসাইটে।  

- ওয়েবসাইটে গিয়ে Public Services → File Validity নির্বাচন করতে হবে।

- ফাইল নম্বর, পাসপোর্ট তথ্য বা এমিরেটস আইডি দিয়ে অনুসন্ধান করা যায়।  

- তথ্য দিয়ে সার্চ করলে ভিসার ইস্যু তারিখ, মেয়াদ শেষ হওয়ার তারিখসহ সব তথ্য পাওয়া যাবে।  

ICP কাস্টমার সার্ভিস: ৬০০৫২২২২২  

অনুসন্ধান শেষে সিস্টেমে দেখা যাবে

- ফাইল নম্বর  

- ইউনিফাইড আইডি (UID)  

- ভিসার অবস্থা  

- ইস্যু তারিখ  

- মেয়াদ শেষ হওয়ার তারিখ  

এই অনলাইন সেবার মাধ্যমে ইউএইতে বসবাসরতরা সহজেই ভিসার মেয়াদ যাচাই করতে পারবেন এবং সময়মতো নবায়ন করে জরিমানা বা জটিলতা এড়াতে পারবেন।

Logo