Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ৩০ ডিসেম্বর ২০২৫

৬ মাসের অনুপস্থিতিতে বাতিল হবে কুয়েতের রেসিডেন্সি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪

৬ মাসের অনুপস্থিতিতে বাতিল হবে কুয়েতের রেসিডেন্সি

বাহরাইন 

তার চুরি, মাদক সংশ্লিষ্টতায় আটক বিভিন্ন দেশের প্রবাসী

বাহরাইনে তার চুরি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে বিভিন্ন দেশের প্রবাসীদের আটক করেছে দেশটির পুলিশ।

বাহরাইন পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক তার চুরির সাথে যুক্ত ছিল একটি সংঘবদ্ধ গ্রুপ, যারা কনস্ট্রাকশন সাইট এবং বৈদ্যুতিক সাবস্টেশনে তার চুরি করত। চুরি করা তারগুলো স্ক্রাপ মেটাল ডিলারদের কাছে বিক্রি করা হতো এবং প্রাপ্ত অর্থের একটি অংশ দেশের বাইরে পাঠাত। পুলিশ জানিয়েছে, এই ধরনের চুরি শুধু অর্থের ক্ষতি নয়, এটি নির্মাণকাজ ও বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত সৃষ্টি করে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে। এদিকে, ১৭ কেজি অবৈধ মাদক রাখার অভিযোগে ১২ জনকে আটক করেছে পুলিশ। যারা বিভিন্ন দেশের নাগরিক। তবে আটককৃত কোন কোন দেশের প্রবাসী তা জানায়নি পুলিশ।


কুয়েত

৬ মাসের অনুপস্থিতিতে বাতিল হবে কুয়েতের রেসিডেন্সি

বৈধ রেসিডেন্সি থাকলেও কোনো প্রবাসী যদি একটানা ৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকেন, তাহলে তার কুয়েতি রেসিডেন্সি বাতিল হতে পারে। কুয়েত সরকারের এই নতুন নিয়ম অনুযায়ী, দীর্ঘদিন বাইরে থাকাকে অনিয়মিত অবস্থান হিসেবে ধরা হবে।আরব টাইমসের খবরে আরো বলা হয়েছে, যাদের কুয়েতি সন্তান আছে বা কুয়েতে সম্পত্তি আছে বা যারা বিনিয়োগকারী, তারা এই নিয়মের বাইরে থাকবেন। গৃহকর্মীদের জন্য নিয়ম আরো কঠোর করা হয়েছে, তারা সর্বোচ্চ ৪ মাস বিদেশে থাকতে পারবেন। যদিও স্পন্সরের অনুরোধে সময় বাড়ানো সম্ভব হতে পারে। 

এদিকে, কুয়েত সরকার দেশটিতে পর্যটকদের ভ্রমণ আরো সহজ করতে নতুন একটি ডিজিটাল ভিজিট ভিসা ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে মাত্র ৫ মিনিটের মধ্যে ভিসা অনুমোদন দিচ্ছে। নতুন এই ব্যবস্থায় পর্যটন, ব্যবসা ও পারিবারিক ভিজিট ভিসার আবেদন পুরোপুরি অনলাইনে করা যাচ্ছে। আরব টাইমস খবর দিয়েছে, ডিজিটাল সিস্টেম চালুর ফলে প্রতি সপ্তাহে হাজার হাজার ভিসা দ্রুত ইস্যু করা সম্ভব হচ্ছে। 


সৌদি আরব

সৌদিতে সাইবার নিরাপত্তা আরো কঠোর হলো

সৌদি আরবের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অথরিটি সম্প্রতি একটি নতুন সেবা চালু করেছে, যা সাধারণ মানুষকে প্রচারিত ইন্টারনেট লিংকে ক্লিক করার আগে তা নিরাপদ কিনা তা Tahqaq সেবার মাধ্যমে যাচাই করার সুযোগ দেবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ডেটা চুরি, ম্যালওয়্যার আক্রমণ বা অবাঞ্ছিত অ্যাক্সেস থেকে ব্যবহারকারীদের রক্ষা করা এবং দেশটিতে সাইবার সিকিউরিটি সচেতনতা বাড়ানো। এই পদক্ষেপ সৌদি নাগরিক ও বাসিন্দাদের অনলাইন নিরাপত্তা শক্ত করতে সাহায্য করবে এবং ডিজিটাল ঝুঁকি কমিয়ে সবার জন্য ইন্টারনেট ব্যবহারে নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে। 

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইন লিংকগুলো স্ক্যান করে তা নিরাপদ কিনা তা মুহূর্তের মধ্যে জানতে পারবে। এটি ন্যাশনাল পোর্টাল ফর সাইবার সিকিউরিটি সার্ভিসেস (Haseen)-এর অংশ হিসেবে পরিচালিত হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে। একই সেবার আওতায় সাইবার নিরাপত্তা-সংক্রান্ত পরামর্শও প্রদান করা হবে, যা নতুন প্রতিরোধমূলক ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে। 


সংযুক্ত আরব আমিরাত

২০২৬ নববর্ষ উদযাপনে বিশ্বরেকর্ড করতে চায় ইউএই

সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের নববর্ষ উদযাপন হবে অবিশ্বাস্য আঙ্গিকে। দুবাই, আবুধাবি এবং দেশজুড়ে বাতাসে ঝলমল করবে হাজার হাজার ফায়ারওয়ার্ক, আকাশে চোখ ধাঁধানো রঙিন আলো আর ড্রোন শো। শুধু বুর্জ খলিফা নয়, দুবাইয়ের ৪০টি লোকেশন থেকে ৪৮টি শো শহরকে আলোকিত করবে। গ্লোবাল ভিলেজে হবে সাতটি আলাদা কাউন্টডাউন, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মানুষ নিজের সময় অনুযায়ী উদযাপন করতে পারে। সরকারি পার্কগুলো অতিরিক্ত সময়ের জন্য খোলা থাকবে, যাতে পরিবার আর বন্ধুদের সঙ্গে নিরাপদে আনন্দ করা যায়। রাস্তা বন্ধ, গাড়ি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফলে আমিরাতের শহরগুলো হতে যাচ্ছে উদযাপনের স্বর্গ। ২০২৬ সালের প্রথম মুহূর্তে ইউএই হয়ে উঠবে আলো আর আনন্দের এক জাদুকরী নগরী।

Logo