Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে নাগরিক সেবা বাড়াবে সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৭

বাহরাইনে নাগরিক সেবা বাড়াবে সরকার

বাহরাইন সরকার নাগরিকদের সহায়তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কার ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফার সভাপতিত্বে গুদাইবিয়া প্রাসাদে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত অনুমোদন করা হয়।  

নিউজ অব বাহরাইনের সূত্রমতে, নতুন পদক্ষেপ অনুযায়ী নাগরিকদের প্রধান আবাসে বিদ্যুৎ ও পানির ট্যারিফ অপরিবর্তিত থাকবে। একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের প্রশাসনিক ব্যয় ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সেবার মান বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। স্থানীয় কোম্পানির বার্ষিক মুনাফা ২ লাখ বাহরাইনি দিনার ছাড়ালে ২০২৭ সাল থেকে ১০ শতাংশ কর আরোপের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া কোমল পানীয়ের ওপর এক্সাইজ ট্যাক্স বৃদ্ধি এবং অবকাঠামোযুক্ত কিন্তু অনাবাদী জমির জন্য নতুন ফি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

মন্ত্রিসভা বৈঠকে পানির ব্যবহার অনুযায়ী ২০ শতাংশ হারে স্যুয়ারেজ ফি চালুর প্রস্তাবও অনুমোদিত হয়, তবে নাগরিকদের প্রধান আবাস এই ফি থেকে বাদ থাকবে। বিদেশি শ্রমিকদের জন্য শ্রম ও স্বাস্থ্য ফি পুনর্বিবেচনা করা হবে, যাতে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান অগ্রাধিকার পায়। শিল্পকারখানার জন্য প্রাকৃতিক গ্যাসের দাম প্রকৃত খরচ অনুযায়ী ধাপে ধাপে সমন্বয় করা হবে।  

সরকার জানিয়েছে, এসব পদক্ষেপের লক্ষ্য হলো অর্থনৈতিক দক্ষতা, টেকসই উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা। একই সঙ্গে নাগরিকদের জীবনমান উন্নয়ন, আয় বৃদ্ধি এবং সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠকে জাতীয় ভার্চুয়াল মহড়া আজম আল-ওয়াতান ১ এর সাফল্য এবং মুহাররাক নাইটস ফেস্টিভ্যালসহ সাংস্কৃতিক আয়োজনের প্রশংসা করা হয়।  

বাহরাইন সরকার বলছে, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের মূল ভিত্তি, আর নাগরিকরাই দেশের প্রকৃত সম্পদ। নতুন সংস্কারগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও নাগরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।  

Logo