মুসলিম যাত্রীদের জন্য এমিরেটসের উপহার পকেট জায়নামাজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬
মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স আকাশপথে ভ্রমণরত মুসলিম যাত্রীদের ধর্মীয় প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়ে নতুন উন্নত সংস্করণের পকেট জায়নামাজ চালু করেছে। আগের সংস্করণের তুলনায় এই জায়নামাজটি অধিক টেকসই ও আরামদায়ক হলেও এটি ওজনে হালকা এবং বহনে অত্যন্ত সুবিধাজনক।
এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বহরের প্রতিটি ফ্লাইটে এখন থেকে এই বিশেষ পকেট জায়নামাজ পাওয়া যাবে। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি; সব শ্রেণির যাত্রীদের জন্য সুবিধাটি উন্মুক্ত রাখা হয়েছে। ফ্লাইট চলাকালে নামাজের প্রয়োজন হলে যাত্রীরা কর্তব্যরত কেবিন ক্রুদের কাছে অনুরোধ করলেই দ্রুত এই জায়নামাজ সরবরাহ করা হবে।
কর্তৃপক্ষ আরো জানিয়েছে, যাত্রীদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জায়নামাজটির মান ও স্থায়িত্ব বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমিরেটসের এই উদ্যোগকে মুসলিম যাত্রীদের জন্য আকাশপথে ভ্রমণকে আরো সহজ ও ধর্মীয়ভাবে অনুকূল করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এই বিশেষ ব্যবস্থা এমিরেটসের যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করেছে, যা আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের কাছে প্রশংসিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
logo-1-1740906910.png)