মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৯ ডিসেম্বর ২০২৫
বাহরাইন বিমানবন্দরে যাত্রীদের নতুন ফি ধার্য
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫২
বাহরাইন
বাহরাইন বিমানবন্দরে যাত্রীদের নতুন ফি ধার্য
বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের জন্য নতুন একটি ফি অনুমোদন দিয়েছে দেশটির পরিবহন ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ‘প্যাসেঞ্জার রেজিস্ট্রেশন ফি’ নামে এই নতুন ফি অনুযায়ী, বিমানবন্দর থেকে যাত্রা করা প্রত্যেক যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের কাছ থেকে ২ বাহরাইনি দিনার করে আদায় করা হবে।
সিভিল এভিয়েশন ফি ও ডিপারচার সার্ভিস চার্জ সংক্রান্ত ২০১৬ সালের সিদ্ধান্তের আওতায় এই ফি যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের পক্ষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সরকারি গেজেট প্রকাশিত হয়। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের ১২০ দিন পর এই সিদ্ধান্ত কার্যকর হবে, অর্থাৎ ২০২৬ সালের ২৪ এপ্রিল থেকে যাত্রীদের এই ফি পরিশোধ করতে হবে।
নতুন এই ফি চালুর ফলে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী যাত্রীদের মোট ভ্রমণ ব্যয় কিছুটা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, বিমানবন্দরের সেবা ব্যবস্থার উন্নয়ন ও পরিচালন ব্যয় নির্বাহে এই ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সৌদি আরব
সৌদিতে আবারো আসছে শৈত্যপ্রবাহ
সৌদি আরবে শীতের এই মৌসুমে আবারো ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, যাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা রয়েছে।
দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে বিভিন্ন অঞ্চলে এই শৈত্যপ্রবাহ আঘাত হানবে। এতে আল-জৌফ, নর্দার্ন বর্ডারস, হাইল, কাসিম এবং রিয়াদ অঞ্চলে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস পর্যন্ত নামতে পারে।
সৌদিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ হানা দেয়, যার কারণে হাইল ও তাবুকের বিভিন্ন এলাকায় তুষারপাত হয়।
দেশটির আবহাওয়া বিভাগ আরো জানিয়েছে, সকালে এবং রাতের দিকে শীতের অনুভূতি বাড়বে। এনিয়ে নাগরিক ও বাসিন্দাদের শীত থেকে বাঁচতে প্রয়োজনীয় প্রস্ততি রাখতে অনুরোধ করা হয়েছে।
কুয়েত
কুয়েতে চলছে শৈত্যপ্রবাহ, সপ্তাহ শেষে বাড়বে তাপমাত্রা
তৃতীয় দফায় শৈত্যপ্রবাহ হানা দিয়েছে কুয়েতে। যার কারণে দেশটির কিছু কিছু এলাকার তাপমাত্রা শূন্যের কাছাকাছি নেমে যেতে পারে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, তাপমাত্রা নেমে মরু ও কৃষি উৎপাদন এলাকায় বরফও জমতে দেখা যেতে পারে। দেশটির আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের কারণে শীত আরো বেশি অনুভূত হবে।
দিনের বেলায় তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি থাকলেও রাতের দিকে তাপমাত্রা নেমে যাবে ২-৫ ডিগ্রি সেলসিয়াসে। শহরের বাইরের দিকে তাপমাত্রা হিমাঙ্কের নিচেও নেমে যেতে পারে। শীতের পাশাপাশি ৬০ কিলোমিটারের ঝোড়ো বাতাসের কারণে ধূলিঝড় হতে পারে, যা দৃৃৃষ্টিসীমা কমিয়ে দিতে পারে।
তবে আশার খবর, এ সপ্তাহের শেষ দিকে এসে তাপমাত্রা বেড়ে যাবে কুয়েতে।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বাড়ছে মশার উৎপাত
আমিরাতে দীর্ঘমেয়াদি বৃষ্টি-বাদলের পর শীতের এই মৌসুমে মশার উৎপাত বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়, এই বলে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে, মশাবাহিত রোগের ঝুঁকি এড়াতে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
মশার কামড়ের পর যদি জ্বর, মাথাব্যথা বা শরীর ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।কেননা মশাবাহিত রোগ অনেক সময় দুর্ভোগ ও ভোগান্তির কারণ হতে পারে। বিশেষ করে প্রবাসী কর্মীদের যারা একাকি থাকেন, রোগে ভুগলে তাদের ভোগান্তির সীমা থাকে না।
পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।
আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় মনে করছে, জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মশাবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
logo-1-1740906910.png)