Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে প্রবাসী স্ক্রিনিং সেন্টারে স্বাস্থ্য পরিদর্শন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩০

সৌদি আরবে প্রবাসী স্ক্রিনিং সেন্টারে স্বাস্থ্য পরিদর্শন শুরু

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশজুড়ে প্রবাসী কর্মীদের মেডিকেল স্ক্রিনিং সেন্টার ও খাদ্য খাতের শ্রমিকদের ক্লিনিকগুলোতে ব্যাপক স্বাস্থ্য পরিদর্শন অভিযান চালু করেছে। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা এই উদ্যোগের মূল লক্ষ্য। 

অ্যারাবিয়ান বিজনেসের প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই করা হবে। পাশাপাশি খাদ্য শিল্পে কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। চিকিৎসা কেন্দ্রগুলোতে মানসম্মত সেবা দেওয়া হচ্ছে কিনা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।  

মন্ত্রণালয় জনগণকে আহ্বান জানিয়েছে, যদি কোনো স্বাস্থ্যবিধি লঙ্ঘন দেখা যায় তবে তা রিপোর্ট করতে। এতে দেশব্যাপী জনস্বাস্থ্য রক্ষায় সহায়তা হবে।  

সৌদি আরব বর্তমানে স্বাস্থ্যসেবা খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম চালাচ্ছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা কেন্দ্রগুলোর মানোন্নয়ন, প্রবাসী কর্মীদের জন্য স্বাস্থ্যসেবা আরো কঠোরভাবে পর্যবেক্ষণ, এবং খাদ্য শিল্পে কর্মরতদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা।

Logo