Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নতুন বছরের ছুটি ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৯

কুয়েতে নতুন বছরের ছুটি ঘোষণা

কুয়েতের সিভিল সার্ভিস ব্যুরো জানিয়েছে, নতুন বছরের ছুটি উপলক্ষে দেশের সব মন্ত্রণালয়, সরকারি সংস্থা, পাবলিক বডি ও প্রতিষ্ঠান ১ জানুয়ারি ২০২৬ তারিখে বন্ধ থাকবে। এটি একটি আনুষ্ঠানিক সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। আরব নিউজ এ সংবাদটি প্রকাশ করেছে।

ছুটি শেষে ৪ জানুয়ারি রোববার থেকে আবার নিয়মিত অফিস কার্যক্রম শুরু হবে। তবে যেসব সংস্থা বা প্রতিষ্ঠান বিশেষ কার্যক্রম পরিচালনা করে, তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী ছুটির সময়সূচি নির্ধারণ করবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।

কুয়েতে সরকারি ছুটি সাধারণত সিভিল সার্ভিস ব্যুরো থেকে ঘোষণা করা হয়। নতুন বছরের ছুটি নাগরিকদের জন্য বিশ্রাম ও উদযাপনের সুযোগ তৈরি করে। একই সঙ্গে সরকারি দপ্তরগুলোতে কাজের চাপ সাময়িকভাবে কমে যায়।

Logo