Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে নতুন ভিসা সংস্কার: ডিসেম্বর থেকেই কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৭

আমিরাতে নতুন ভিসা সংস্কার: ডিসেম্বর থেকেই কার্যকর

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) তাদের রেসিডেন্সি ও ভিসা কাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছে। নতুন ভিসা ক্যাটাগরি চালু করা হয়েছে এবং বিদ্যমান নিয়মগুলো আরো কঠোর ও স্বচ্ছ করা হয়েছে। ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি অনুমোদিত এই সংস্কার ইউএইকে বৈশ্বিক প্রতিভা, ব্যবসা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগের কেন্দ্র হিসেবে আরো আকর্ষণীয় করে তুলবে।  

২০২৫ সালের সংস্কারে চারটি নতুন ভিজিট ভিসা ক্যাটাগরি যুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে—  

- কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞদের জন্য ভিসা, যা লাইসেন্সপ্রাপ্ত এআইকেন্দ্রিক প্রতিষ্ঠান স্পন্সর করবে।  

- এন্টারটেইনমেন্ট ভিসা, সাংস্কৃতিক, শিল্পকলা ও পর্যটন-সংক্রান্ত কার্যক্রমের জন্য।  

- ইভেন্ট ভিসা, কনফারেন্স, প্রদর্শনী, উৎসব, ক্রীড়া, ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনের জন্য।  

- মেরিটাইম ট্যুরিজম ভিসা, ক্রুজ যাত্রী ও অনুমোদিত রুটে চলা বিনোদনমূলক জাহাজের জন্য।    

বিদ্যমান ভিসা ক্যাটাগরিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিদেশি ট্রাকচালকদের জন্য ভিসা এখন আরো কঠোর শর্তে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে অনুমোদিত লজিস্টিক কোম্পানির স্পন্সরশিপ, আর্থিক গ্যারান্টি ও স্বাস্থ্য-সংক্রান্ত শর্ত।  

আত্মীয় বা বন্ধুদের স্পন্সর করার নিয়মে নতুন আয়সীমা নির্ধারণ করা হয়েছে। আত্মীয়তার সম্পর্ক অনুযায়ী মাসিক আয়সীমা ৪ হাজার থেকে ১৫ হাজার দিরহাম পর্যন্ত হতে হবে। ব্যবসা অনুসন্ধান ভিসার জন্য আবেদনকারীদের আর্থিক সক্ষমতা, বিদেশে পেশাগত অভিজ্ঞতা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বীকৃতি প্রদর্শন করতে হবে।  

মানবিক রেসিডেন্সি ভিসা আরো স্পষ্ট করা হয়েছে। সংঘাত বা দুর্যোগপ্রবণ দেশ থেকে আসা ব্যক্তিরা স্পন্সর ছাড়াই এক বছরের নবায়নযোগ্য ভিসা পেতে পারেন। বিদেশি বিধবা ও তালাকপ্রাপ্ত নারীরা, যারা আগে ইউএই নাগরিক বা বাসিন্দার সঙ্গে বিবাহিত ছিলেন, তারা ছয় মাসের রেসিডেন্সি পাবেন, যা বৈধ কারণে বাড়ানো যাবে। অভিভাবকত্বে থাকা মায়েরা নির্দিষ্ট শর্তে সন্তানদের স্পন্সর করতে পারবেন।  

গোল্ডেন ভিসাধারীদের জন্য পাঁচটি নতুন সেবা চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে- 

- বিদেশে পাসপোর্ট হারালে ইলেকট্রনিক রিটার্ন ডকুমেন্ট  

- ২৪ ঘণ্টার জরুরি সহায়তা  

- মানবিক কারণে সরিয়ে নেওয়ার ব্যবস্থা  

- মৃতদেহ দেশে ফেরত পাঠানো  

- একটি বিশেষ বৈশ্বিক হটলাইন সুবিধা  

২০২৫ সালের এই সংস্কার ইউএইর ভিসা কাঠামোকে আরো আধুনিক ও স্বচ্ছ করেছে। দক্ষ কর্মী, বিনিয়োগকারী ও দীর্ঘমেয়াদি বাসিন্দাদের জন্য সুযোগ বাড়ানো হয়েছে। একই সঙ্গে অপব্যবহার ঠেকাতে কঠোর নিয়ম যুক্ত করা হয়েছে। ফলে দেশটি বৈশ্বিক প্রতিভা ও ব্যবসার কেন্দ্র হিসেবে আরো শক্তিশালী অবস্থান নিতে যাচ্ছে। 

Logo