Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে জাবের স্টেডিয়ামের কাছে প্রবাসীদের অবৈধ বাজার

আ হ জুবেদ, কুয়েত

আ হ জুবেদ, কুয়েত

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:১৮

কুয়েতে জাবের স্টেডিয়ামের কাছে প্রবাসীদের অবৈধ বাজার

​কুয়েতের জাবের আল-আহমদ আন্তর্জাতিক স্টেডিয়ামের ঠিক উল্টো পাশে বাংলাদেশি অধ্যুষিত এক এলাকায় প্রশাসনের নজরদারি এড়িয়ে এক বিশাল অবৈধ বাজার গড়ে তুলেছে একদল প্রবাসী।

শুক্রবার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, আইন-কানুনের তোয়াক্কা না করেই প্রকাশ্যে ফারওয়ানিয়া এলাকার এই খোলা জায়গায় শাক-সবজি, মাছ, মাংসসহ ব্যবহৃত পোশাক ও ইলেকট্রনিকস পণ্যের পসরা সাজিয়ে বসেছেন অসংখ্য হকার।

কোনো প্রকার বাণিজ্যিক লাইসেন্স বা স্বাস্থ্যবিধির বালাই না থাকায় এলাকাটি এখন চরম স্বাস্থ্যঝুঁকি ও তীব্র যানজটের কবলে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার উচ্ছেদ অভিযান চালানো সত্ত্বেও এক শ্রেণির অসাধু বিক্রেতা বারবার সেখানে ফিরে আসছে, যা জননিরাপত্তা ও কুয়েতের শৃঙ্খলার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটির নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা স্পষ্ট জানিয়েছেন, যদি এই অবৈধ কর্মকাণ্ডে কোনো বাংলাদেশি জড়িত থাকেন, তবে দেশের ভাবমূর্তি রক্ষায় এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদের দ্রুত এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত।

Logo