সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় ২৬ ডিসেম্বর ভোর থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। দুবাইসহ একাধিক শহরে সড়ক প্লাবিত হয়েছে, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) জানিয়েছে, এই বৃষ্টি আগামী চার দিন অব্যাহত থাকবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, দেশের ওপর দিয়ে একটি নিম্নচাপ প্রবাহিত হচ্ছে বল এ জানিয়েছে গালফ নিউজ।
২৭ ডিসেম্বর দিবা আল ফুজাইরাহ এলাকায় দিনের বেলায় আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। তাপমাত্রা থাকবে প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৪০ শতাংশ। রাতে তাপমাত্রা নেমে আসবে ১৮ ডিগ্রিতে, আর্দ্রতা বাড়বে ৬৩ শতাংশে। কিছু উপকূলীয় ও উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৮ ডিসেম্বর আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। তবে উপকূলীয়, উত্তর ও পূর্বাঞ্চলে মেঘ জমে বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ-পূর্ব থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বইবে, মাঝেমধ্যে ধুলা উড়তে পারে।
২৯ ডিসেম্বর আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কিছুটা বাড়বে। রাতে ও সকালে অভ্যন্তরীণ এলাকায় আর্দ্রতা বেশি থাকবে। আরব সাগর ও ওমান সাগরে ঢেউ মাঝারি থেকে কখনো কখনো প্রবল হতে পারে।
৩০ ডিসেম্বর আকাশ মেঘলা থাকবে এবং উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা কমে যাবে। বাতাস উত্তর-পশ্চিম দিক থেকে প্রবলভাবে বইবে, ধুলা ও বালু উড়তে পারে। আরব সাগর ও ওমান সাগরে ঢেউ প্রবল আকার ধারণ করবে।
logo-1-1740906910.png)