আমিরাতে ২০৩০ সালের মধ্যে এক মিলিয়নের বেশি নতুন চাকরি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:০৮
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আগামী দশকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল শ্রমবাজারে পরিণত হতে যাচ্ছে। সার্ভিস নাউ ও পিয়ার্সনের যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে ইউএইতে অতিরিক্ত ১০.৩ লাখ কর্মীর প্রয়োজন হবে। এতে মোট কর্মসংস্থান ১২.১ শতাংশ বৃদ্ধি পাবে। তুলনায় যুক্তরাষ্ট্রে এই বৃদ্ধি হবে ২.১ শতাংশ, যুক্তরাজ্যে ২.৮ শতাংশ এবং ভারতে ১০.৬ শতাংশ। গালফ বিজনেস এ সংবাদ প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, চাকরি বৃদ্ধির প্রধান খাতগুলো হলো
ম্যানুফ্যাকচারিং: প্রায় ১ লাখ ৩৩ হাজার নতুন পদ
শিক্ষা: প্রায় ৭৮ হাজার নতুন পদ
রিটেইল: প্রায় ৬০ হাজার নতুন পদ
ফাইন্যান্স: ৪০ হাজার প্লাস নতুন পদ
স্বাস্থ্য খাত: ৩৯ হাজার প্লাস নতুন পদ
শতকরা হারে সবচেয়ে বেশি বৃদ্ধি হবে এনার্জি ও ইউটিলিটি খাতে (৩৩%), এরপর শিক্ষা (৩১%) এবং ম্যানুফ্যাকচারিং (১৮%)।
প্রতিবেদন বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অগ্রগতির পরও মানুষের কর্মসংস্থান কমবে না, বরং বাড়বে। বিশেষ করে প্রযুক্তি খাতে চাহিদা তীব্রভাবে বাড়বে। বর্তমানে ইউএইতে প্রায় ১.৬৯ লাখ প্রযুক্তি কর্মী রয়েছে। ২০৩০ সালের মধ্যে আরও ৯১ হাজার জন বিশেষজ্ঞের প্রয়োজন হবে।
সবচেয়ে দ্রুত বাড়তে থাকা পদগুলোর মধ্যে রয়েছে:
- সার্চ মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট: ৫,৬০০ নতুন পদ
- কম্পিউটার প্রোগ্রামার: ৪,২০০ নতুন পদ
- কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট: ২,৭০০ নতুন পদ
কর্মীদের দক্ষতা বাড়াতে সার্ভিস নাউ মে মাসে চালু করেছে সার্ভিস নাউ ইউনিভার্সিটি, যা এআইচালিত অর্থনীতির জন্য কর্মীদের প্রস্তুত করবে। প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের কর্মসংস্থান নির্ভর করবে মানুষ ও এআইর সহযোগিতার ওপর।
logo-1-1740906910.png)