Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে সরকারি কর্মচারীদের অপমানের শাস্তি বাড়ানোর প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ২১:০৬

বাহরাইনে সরকারি কর্মচারীদের অপমানের শাস্তি বাড়ানোর প্রস্তাব

বাহরাইন সংসদে একটি খসড়া বিল বিদেশ বিষয়ক, প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা কমিটির কাছে পাঠানো হয়েছে। এতে দণ্ডবিধির ২২২ নম্বর ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীকে অপমান করলে সর্বোচ্চ ৫০ দিনার জরিমানা করা যায়। নতুন প্রস্তাবে এই জরিমানা বাড়িয়ে ৫০০ দিনার করার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত আইনে বলা হয়েছে, আদালতে বিচারক বা বিচারব্যবস্থাকে অপমান করলে শাস্তি আরো কঠোর হবে। এ ক্ষেত্রে অপরাধীদের কমপক্ষে তিন মাসের কারাদণ্ড অথবা ন্যূনতম ১০০০ দিনার জরিমানা করা হবে।

প্রস্তাবটি জমা দেওয়া সংসদ সদস্য আলি আল নুয়াইমি বলেছেন, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মূল স্তম্ভ এবং সরকারের নীতি বাস্তবায়নে অপরিহার্য। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে কার্যকর থাকা ২২২ নম্বর ধারার বর্তমান শাস্তি যথেষ্ট প্রতিরোধমূলক নয়। তাই জরিমানা বাড়ানো ও কঠোর শাস্তি প্রস্তাব করা হয়েছে।

এই আইন অনুযায়ী, সরকারি কর্মচারী বা জনসেবা প্রদানকারী কাউকে দায়িত্ব পালনকালে ইঙ্গিত, বক্তব্য, লেখা বা অন্য কোনো মাধ্যমে অপমান করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

Logo