মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৪ ডিসেম্বর ২০২৫
বাহরাইনে বিদেশি চাকরিজীবীদের সার্টিফিকেট যাচাইয়ের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১১
বাহরাইন
বিদেশি চাকরিজীবীদের সার্টিফিকেট যাচাইয়ের প্রস্তাব
বাহরাইনে চাকরি করা বিভিন্ন দেশের প্রবাসী চাকরিজীবী ও কর্মীদের ডিগ্রি যাচাইয়ের জন্য বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উঠেছে দেশটির সংসদে। যেসব প্রবাসী দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ে ও সরকারি সংস্থায় বর্তমানে চাকরি করছেন, তাদের সার্টিফিকেট যাচাই করবে এ কমিটি। এতে যদি জাল সার্টিফিকেট বা শিক্ষাগত যোগ্যতায় জালিয়াতি প্রমাণ পাওয়া যায়, তাহলে শাস্তির বিষয়টিও কমিটি যাচাই করবে। বাহরাইনের পার্লামেন্টে এ নিয়ে আলোচনা হওয়ার খবর দিয়েছে নিউজ অব বাহরাইন।
সাম্প্রতিক সময়ে প্রবাসী কর্মীদের জাল ডিগ্রির সার্টিফিকেট ধরা পড়ার ঘটনা সামনে আসায় এটি জরুরি বলে মনে করছেন বাহরাইন পার্লামেন্ট মেম্বাররা। এই প্রস্তাবিত কমিটি সরকারি ও বেসরকারি খাতে প্রবাসী কর্মীদের শিক্ষাগত যোগ্যতার স্বচ্ছতা নিশ্চিত করবে, যাতে দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা বজায় থাকে। ডিগ্রি নিয়ে জালিয়াতি রোধের এই পদক্ষেপ দেশটিতে প্রবাসী কর্মীদের নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
সৌদি আরব
লোহিত সাগর থেকে দুই বাংলাদেশি উদ্ধার
মক্কা বর্ডার গার্ডস লোহিত সাগরে ডুবতে যাওয়া একটি নৌকা থেকে দুই বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশিদের বহনকারী নৌকাটি যান্ত্রিক ক্রুটির কারণে ডুবে যেতে শুরু করে। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে মক্কার আল লিথ গভর্নরেটের বর্ডার গার্ডস টিম। তবে নৌকাটিতে আরো কোনো মানুষ ছিল কিনা, তা জানানো হয়নি সৌদি গেজেটের খবরে। বর্ডার গার্ডস নাগরিক ও বাসিন্দাদের এই বলে সতর্ক করেছে, তারা যেন সাগরে যাত্রা শুরুর আগে তাদের নৌকা বা বোট চলার উপযোগী কিনা তা দেখে নেয়। একই সাথে সাগর উপকূলে চলাচলের জন্য সেফটি গাইডলাইন মেনে চলে। আর তা না হলে বিপদের আশঙ্কা থেকে যায়।
কুয়েত
স্বাস্থ্যবীমা নবায়নের হিড়িক প্রবাসীদের
কুয়েতে নতুন স্বাস্থ্যবীমা ফি কার্যকরের আগেই প্রবাসীদের মধ্যে তা নবায়নের হিড়িক লেগেছে। সম্প্রতি কুয়েত সরকার স্বাস্থ্যবীমার ফি দ্বিগুণ করার ঘোষণা দেয়। আগে স্বাস্থ্যবীমা ফি ছিল ১০ দিনার। এখন তা করা হয়েছে ২০ দিনার। সে কারণে ১০ দিনার দিয়েই পরের বছরের স্বাস্থ্যবীমা নবায়নের হিড়িক পড়ে বলে জানায় আরব টাইমস। এর ফলে নতুন স্বাস্থ্যবীমা ফি কার্যকরের আগে ৭০ হাজার নবায়ন সম্পন্ন হয়। এ কারণে কুয়েতের ৬টি গভর্নরেটে প্রবাসীদের ভিড় জমে যায়, তীব্র যানজটেরও সৃষ্টি হয়। কুয়েত সরকারের নতুন স্বাস্থ্যবীমা ফি কার্যকর হয়েছে ২৩ ডিসেম্বর থেকে।
সংযুক্ত আরব আমিরাত
আজমানে গৃহকর্মী নিয়োগ এজেন্সির লাইসেন্স বাতিল
সংযুক্ত আরব আমিরাতের আজমানে গৃহকর্মী নিয়োগকারী একটি এজেন্সির লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। ‘ওউদ আল রিম ডমেস্টিক ওয়ার্কার সার্ভিসেস’ নামের ওই এজেন্সির বিরুদ্ধে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, এজেন্সিটি গৃহকর্মী নিয়োগ-সংক্রান্ত আইন, বাস্তবায়ন বিধি ও সরকারি নির্দেশনা লঙ্ঘন করেছে।
মন্ত্রণালয় এজেন্সির মালিকদের নির্দেশ দিয়েছে, তাদের অধীনে থাকা গৃহকর্মীদের আইনি অবস্থান দ্রুত নিয়ম অনুযায়ী সমাধান করতে এবং আইন ভঙ্গের কারণে আরোপিত জরিমানা পরিশোধ করতে।
এছাড়া নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে মিনিস্ট্রি অব হিউম্যান রিসোর্স বলেছে, গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে শুধু সরকারি অনুমোদিত ও লাইসেন্সপ্রাপ্ত এজেন্সির মাধ্যমেই সেবা নেওয়া উচিত। অবৈধ বা লাইসেন্সবিহীন অফিসের সঙ্গে লেনদেন করলে আইনি জটিলতা ও নানা ঝুঁকির মুখে পড়তে হতে পারে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আমিরাতে ৩৭টি গৃহকর্মী নিয়োগ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)