Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ২৩ ডিসেম্বর থেকে প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩

কুয়েতে ২৩ ডিসেম্বর থেকে প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালু

প্রবাসীদের আবাসিক ও ভিসা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে কুয়েত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর থেকে বিদেশি নাগরিকদের জন্য নতুন আবাসিক বিধিমালা কার্যকর করেছে। এসব পরিবর্তন কুয়েতে বসবাসরত প্রবাসী কর্মী, পরিবার ও বিনিয়োগকারীদের জন্য সরাসরি প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরব টাইমসের প্রকাশিত সংবাদে এ তথ্য জানা যায়।

নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রবেশ ভিসা ও ভিজিট ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রে এখন অভিন্ন ফি প্রযোজ্য হবে। ভিসার ধরন যাই হোক না কেন, প্রতি মাসে ১০ কুয়েতি দিনার ফি দিতে হবে। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ভিসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও একক কাঠামো নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসীদের পরিবারসংক্রান্ত বিষয়েও নতুন নিয়ম চালু হয়েছে। কুয়েতে বসবাসরত বিদেশি নাগরিকদের সন্তান জন্মগ্রহণ করলে চার মাসের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে জরিমানার বিধান রাখা হয়েছে। প্রথম মাস বিলম্বে প্রতিদিন ২ কুয়েতি দিনার এবং পরবর্তী মাসগুলোতে প্রতিদিন ৪ কুয়েতি দিনার করে জরিমানা গুনতে হবে।

ঘরোয়া সহায়ক বা ডমেস্টিক ওয়ার্কারদের আবাসিক অনুমতির ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ঘরোয়া সহায়ক যদি স্পন্সরের অনুমতি ছাড়া চার মাসের বেশি সময় কুয়েতের বাইরে অবস্থান করেন, তাহলে তার আবাসিক অনুমতি বাতিল বলে গণ্য হবে। এতে করে স্পন্সর ও কর্মী উভয় পক্ষকেই আরো সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া কিছু ভিসা ক্যাটাগরিতে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। ঘরোয়া সহায়কসহ নির্দিষ্ট কয়েকটি পেশায় কর্মীদের বয়স এখন ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। কর্তৃপক্ষ বলছে, কর্মক্ষমতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

তবে নতুন বিধিমালায় একটি ইতিবাচক দিকও রয়েছে। কুয়েত ডিরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন অথরিটির (KDIPA) সুপারিশের ভিত্তিতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ১৫ বছরের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসার সুযোগ রাখা হয়েছে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নিয়েছে কুয়েত সরকার।

কুয়েত কর্তৃপক্ষের দাবি, নতুন আবাসিক বিধিগুলো অভিবাসন ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করতে সহায়ক হবে। তবে বাস্তব প্রয়োগে কী ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়, তা নিয়ে প্রবাসীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, নতুন নিয়ম সম্পর্কে আগেভাগে স্পষ্ট নির্দেশনা ও তথ্যপ্রদান না হলে প্রবাসীরা ভোগান্তিতে পড়তে পারেন।

Logo