Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২৩ ডিসেম্বর ২০২৫

কুয়েতে প্রবাসীদের জন্য নতুন আবাসিক নিয়ম কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৪৬

কুয়েতে প্রবাসীদের জন্য নতুন আবাসিক নিয়ম কার্যকর

বাহরাইন

বাহরাইনে নকল চাকরির অফারে চলছে প্রতারণা

বাহরাইনে নকল চাকরির অফার নিয়ে প্রতারণা বাড়ছে। দেশটিতে অনলাইনে এমন প্রতারণা বড় সমস্যা হিসেবে সামনে আসছে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে এমন প্রতারণার অনেকগুলো উদাহরণ সামনে আনা হয়েছে। দেশটিতে একজন পাকিস্তানি নাগরিককে চাকরি দেওয়ার নামে প্রায় ৫৩৮ দিরহাম সমমানের ৪ লাখ পাকিস্তানি রুপি নিয়ে নেয়া হয়েছে। তাকে ভালো বেতনের চাকরির অফার দেয়া হয়েছিল। চাকরির জন্য নথি, মেডিকেল টেস্টের রেজাল্ট চাওয়া হয়েছিল সেই পাকিস্তানি নাগরিকের কাছ থেকে। পরের বার জালিয়াতরা চাকরির জন্য অর্থ দাবি করে। শেষমেশ অর্থ দেয়ার পরপরই জালিয়াতরা যোগাযোগ বন্ধ করে দেয়। সেই দিরহামও আর ফেরত পাওয়া যায়নি। এমন নানা ঘটনা থেকে বোঝা যাচ্ছে, ভুয়া চাকরি সরবরাহকারীদের সংখ্যা বাড়ছে বাহরাইনে। প্রতারণার শিকার অনেকেই নিজের টাকা হারাচ্ছেন। অনেকেই সংকোচের কারণে কাউকে কিছু জানাচ্ছেন না। বাহরাইনে সরকারি কর্তৃপক্ষ বলেছে, অনলাইনে চাকরির সুযোগ খুঁজতে পেমেন্ট বা তথ্য চাইলে সেটা নিশ্চিত প্রতিষ্ঠান বা এজেন্সি কিনা শুরুতেই যাচাই করা জরুরি। সাধারণত জালিয়াতরা চাকরি প্রার্থীদের আস্থা ও বিশ্বাস অর্জন করার চেষ্টা করে। তারপর টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায়। বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রবাসীদের এসব অনলাইন জালিয়াতদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তাই সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশি কর্মীদেরও।  

কুয়েত

প্রবাসীদের জন্য নতুন আবাসিক নিয়ম

কুয়েতে প্রবাসীদের জন্য নতুন আবাসিক ভিসা নিয়ম কার্যকর হয়েছে। নতুন নিয়মে বেশ কিছু ভিসা ক্যাটাগরি ও অনুমতির নিয়ম যুক্ত করা হয়েছে। নতুন নিয়মে সব ধরনের এন্ট্রি ও ভিজিট ভিসায়. মাসিক ফি ধার্য করা হয়েছে। এ ফি প্রতি মাসে দশ দিনার হিসেবে দিতে হবে। এটা ভিসা ধরনের ওপর একইভাবে প্রযোজ্য হবে। নতুন নিয়মে আবাসিক কর্মীদের জন্য অভ্যন্তর শর্তও বদলানো হয়েছে। কুয়েতের বাইরে থাকা গৃহকর্মীরা চার মাসের বেশি সময় পর যদি সরকারি স্পন্সর অফিসিয়াল এক্সিট পারমিট না নেন এবং কুয়েতেও না ফেরেন তাহলে তাদের রেসিডেন্সি পারমিট বাতিল হয়ে যাবে। এ নিয়ম শুধু ২৩ ডিসেম্বরের পর কুয়েত থেকে বের হয়ে যাওয়ার পর কার্যকর হবে। প্রবাসী পরিবারের বাচ্চাদের দেশটিতে জন্মের পর নিবন্ধনের জন্যও চার মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। তারপর প্রতিদিন ফি ধার্য হবে যতক্ষণ না রেজিস্ট্রেশন হয়।

আরেকটা বড় পরিবর্তন হলো স্থানীয় স্পন্সরদের জন্য নতুন বয়সের শর্ত। যেমন গৃহকর্মী হিসেবে নিয়োগের বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নতুন ভিসা ধরনে বিদেশি বিনিয়োগকারীদের ১৫ বছরের সাধারণ আবাসিক অনুমতি দেওয়া হবে, যদি তারা কুয়েত ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুরোধ করেন। কুয়েত সরকার মনে করছে প্রবাসীদের জন্য নতুন রেসিডেন্সি নিয়মগুলো সহজ করা হয়েছে, যাতে তারা সহজে বুঝতে পারেন এবং সেই মোতাবেক কাজ করতে পারেন। 


সৌদি আরব

ক্রিশ্চিয়ানো রোনালদো বাড়ি কিনেছেন সৌদিতে 

বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ সৌদির রেড সি ইন্টারন্যাশনাল রিসোর্টে দুটি বিলাসবহুল বাড়ি কিনেছেন। এ বাসাগুলো নুজুমা নামে একটি রিটজ-কার্লটন রিজার্ভ প্রজেক্টে অবস্থিত। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, বিশ্বখ্যাত এই ফুটবল তারকা সৌদিতে যাতে ব্যক্তিগত ও শান্ত পরিবেশে থাকতে পারেন, সে কারণেই তার এই বাড়ি কেনা। এই বাসাগুলো প্রাইভেট দ্বীপের কাছাকাছি সমুদ্রের কাছে বানানো হয়েছে। বাসার কাছে সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করা যায়। এই এলাকার সৌন্দর্য ও শান্তি তাদের দারুণভাবে আকর্ষণ করেছে। সৌদির রেড সি ইন্টারন্যাশনাল একটি বড় পর্যটন ও আবাসিক প্রকল্প হিসেবে পরিচিত। এতে আছে বিলাসবহুল হোটেল আর রিসোর্ট। ভবিষ্যতে এই জায়গাটিকে ঘিরে আরো উন্নয়ন পরিকল্পনা করছে সৌদি। 


সংযুক্ত আরব আমিরাত

লটারি জিতলেন দুই প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে দুই বাংলাদেশি প্রবাসী লটারিতে বড় পুরস্কার জিতেছেন। বিগ টিকেট লটারিতে প্রত্যেকে ১ লাখ দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩২ লাখ টাকা। এদের মধ্যে আমরু মিয়া আবুধাবির বাসিন্দা আর অপরজন আরিফুল মিয়া আজমানে বসবাস করেন। তাদের এই পুরস্কার জেতার খবর জানালে তারা আনন্দে দিশেহারা হয়ে পড়েন। এখন পুরস্কারের টাকা কীভাবে খরচ করবেন, তা নিয়েই সময় পার করছেন। প্রতি বছর আবুধাবিতে বিগ টিকেট সিরিজ অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছাড়াও সেখানে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরাও এতে অনেক আগ্রহ নিয়ে অংশগ্রহণ করেন। দেশটিতে প্রতি মাসেই প্রবাসী বাংলাদেশিদের লটারি জেতার খবর দিচ্ছে দেশটির গণমাধ্যমগুলো।

Logo