Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আবুধাবির শেখ খালিফা রোড আংশিক বন্ধ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৯

আবুধাবির শেখ খালিফা রোড আংশিক বন্ধ ঘোষণা

আবুধাবির শেখ খালিফা বিন জায়েদ আন্তর্জাতিক রোডের (E11) একটি গুরুত্বপূর্ণ অংশ আংশিক বন্ধ করেছে আবুধাবি মোবিলিটি কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত রক্ষণাবেক্ষণ কাজের জন্য নেওয়া হয়েছে এবং এতে দীর্ঘ সময়ের জন্য যান চলাচলে কিছু ব্যাঘাত ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। গালফ নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।

আবুধাবি মোবিলিটি জানিয়েছে, ২১ ডিসেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তার কিছু লেন বন্ধ থাকবে। এই সময়ে সড়কের দুটি লেনের দুদিকেই রক্ষণাবেক্ষণ কাজের জন্য বন্ধ থাকবে। সড়ক ব্যবহারকারীদের পরিকল্পনা করে আগাম যাত্রা করতে এবং বিকল্প রাস্তা ব্যবহার করতে বলা হয়েছে। 

এটি আবুধাবির অন্যতম ব্যস্ত সড়কগুলোর একটি, তাই গাড়িচালকদের বিশেষ করে রাতের বেলা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক হতে নির্দেশ দেওয়া হয়েছে। আবুধাবি মোবিলিটি সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক চিহ্ন ও নির্দেশাবলি মেনে চলারও অনুরোধ জানিয়েছে। 

বিশেষজ্ঞরা বলছেন, এই রক্ষণাবেক্ষণ কাজের ফলে সড়কের টেকসই ব্যবহার নিশ্চিত হবে এবং ভবিষ্যতে বড় ধরনের যানজট ও দুর্ঘটনা কমবে। এছাড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যাত্রীদের যাতায়াত আরো নিরাপদ ও স্বচ্ছন্দ হবে বলে আশা করা হচ্ছে।

Logo