আমিরাতে প্রবাসীদের জন্য সহজ হলো বিবাহ নিবন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭
সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহতে দম্পতিদের জন্য নতুন সিভিল ম্যারেজ (নাগরিক বিবাহ) সেবা চালু করেছে কর্তৃপক্ষ। এই উদ্যোগের ফলে এখন থেকে প্রবাসী ও বিদেশি নাগরিকরা সহজ ও স্বচ্ছ প্রক্রিয়ায় আইনগতভাবে বিয়ে নিবন্ধন করতে পারবেন। সেবাটি প্রদান করা হচ্ছে রাস আল খাইমাহর ওয়াসেতাক সেন্টার থেকে।
কর্তৃপক্ষ জানায়, এই সিভিল বিবাহ সেবার মাধ্যমে বিয়ে নিবন্ধনের প্রক্রিয়াকে আরো সহজ, দ্রুত এবং ঝামেলামুক্ত করা হয়েছে। দম্পতিরা এক জায়গাতেই প্রয়োজনীয় কাগজপত্র জমা, যাচাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। এতে দীর্ঘ সময় অপেক্ষা ও একাধিক দপ্তরে ঘোরাঘুরির প্রয়োজন পড়বে না।
নতুন এই সেবাটি মূলত প্রবাসী ও অভিবাসী দম্পতিদের কথা মাথায় রেখেই চালু করা হয়েছে। ইউএইতে বসবাসরত অনেক বিদেশি নাগরিক ধর্মভিত্তিক বিয়ের পরিবর্তে নাগরিক আইনের আওতায় বিয়ে নিবন্ধন করতে আগ্রহী। এই সেবার মাধ্যমে তারা সম্পূর্ণ সরকারি স্বীকৃতির সঙ্গে বিয়ে সম্পন্ন করতে পারবেন।
আইনগতভাবে বিয়ে নিবন্ধন না থাকলে ইউএইতে বসবাসের ক্ষেত্রে নানা জটিলতা তৈরি হতে পারে। ভিসা, পারিবারিক আইনি অধিকার, সন্তানদের কাগজপত্র ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে সমস্যার মুখে পড়তে হয় অনেক পরিবারকে। নতুন এই সিভিল বিয়ের সেবা এসব ঝুঁকি কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাস আল খাইমাহসহ ইউএইতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরাও এই সেবার আওতায় বিয়ে নিবন্ধনের সুযোগ পাবেন। যারা এখনো বৈধভাবে বিয়ে নিবন্ধন করেননি, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগের ফলে প্রবাসী পরিবারগুলোর মধ্যে আইনগত সচেতনতা বাড়বে এবং পারিবারিক জীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত হবে।
logo-1-1740906910.png)