Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

২০২৬ সালে প্রবাসীদের জন্য দুবাই সরকারের শীর্ষ ১০ চাকরি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬

২০২৬ সালে প্রবাসীদের জন্য দুবাই সরকারের শীর্ষ ১০ চাকরি

সংযুক্ত আরব আমিরাতের দুবাই সরকার ২০২৬ সালের জন্য প্রবাসীদের জন্য একাধিক উচ্চ বেতনের সরকারি চাকরির সুযোগ উন্মুক্ত করতে যাচ্ছে। প্রশাসন, প্রযুক্তি, স্বাস্থ্য, প্রকৌশল ও নীতিনির্ধারণ; এসব খাতে দক্ষ বিদেশি পেশাজীবীদের নিয়োগ দিতে আগ্রহী দুবাই কর্তৃপক্ষ। কিছু পদে মাসিক বেতন ৪০ হাজার দিরহাম পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই সরকারের বিভিন্ন বিভাগে যেসব পদে প্রবাসীদের আবেদন করার সুযোগ থাকবে, তার মধ্যে রয়েছে ডিজিটাল ট্রান্সফরমেশন বিশেষজ্ঞ, সিনিয়র আইটি ম্যানেজার, আরবান প্ল্যানার, পাবলিক পলিসি অ্যানালিস্ট, হেলথকেয়ার অ্যাডভাইজর এবং প্রকল্প ব্যবস্থাপক। এসব পদে অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

দুবাই সরকার দীর্ঘদিন ধরেই বৈশ্বিক প্রতিভা আকর্ষণের নীতি অনুসরণ করে আসছে। ২০২৬ সালের পরিকল্পনায়ও এই ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে স্মার্ট সিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সেবার উন্নয়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করতে চায় কর্তৃপক্ষ। ফলে প্রযুক্তি খাতে অভিজ্ঞ প্রবাসীদের জন্য এই চাকরিগুলো বড় সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রতিবেদনে আরো বলা হয়, এসব সরকারি চাকরিতে শুধু আকর্ষণীয় বেতনই নয়, বরং বাসস্থান ভাতা, স্বাস্থ্য বীমা, বার্ষিক ছুটি, পরিবার স্পন্সর করার সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হয়। এতে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়ার সম্ভাবনাও তৈরি হয়।

দুবাই সরকারের এসব পদে নিয়োগ প্রক্রিয়া সাধারণত স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক। সংশ্লিষ্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট ও সরকারি জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে হয়। আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে মিলিয়ে পদ নির্বাচন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দক্ষ প্রবাসীদের জন্য দুবাই সরকারের এই চাকরির সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা মধ্যপ্রাচ্যে স্থিতিশীল ও সম্মানজনক পেশা খুঁজছেন, তাদের জন্য ২০২৬ সাল নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

Logo