Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২২ ডিসেম্বর ২০২৫

তীব্র শীতের কবলে সৌদি আরবের বিভিন্ন শহর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ২০:১৫

তীব্র শীতের কবলে সৌদি আরবের বিভিন্ন শহর

বাহরাইন

পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান দূতাবাসের

বাহরাইনে থাকা প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ভোটে নিবন্ধনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ ডিসেম্বর পর্যন্ত ৮ হাজার ৩০০ বাহরাইন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। যদিও দেশটিতে আছেন কমপক্ষে দেড় লাখ বাংলাদেশি। সেই তুলনায় সংখ্যা কম হওয়ায় নিবন্ধন কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ দূতাবাস মানামা নিবন্ধন সহায়তা ডেস্ক চালু করেছে। এই ডেস্ক ২৩ ও ২৪ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। যারা এখনো পোস্টাল ভোটের নিবন্ধন করেননি, তারা জাতীয় পরিচয়পত্র, সিপিআর, পাসপোর্টের কপিসহ দূতাবাসের এই ডেস্কের সহযোগিতায় নিবন্ধন করতে পারবেন। ডেস্কটি খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন কার্যক্রম। 


সংযুক্ত আরব আমিরাত

বিশ্বে নিরাপদ শহরের শীর্ষে আবুধাবি

বিশ্বের নিরাপদ শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। বিশ্বের নিরাপত্তা সূচকে ২০২৫ সালে আবুধাবিকে সবচেয়ে নিরাপদ শহর হিসেবে ঘোষণা করেছে সিইও ওয়ার্ন্ড নামের একটি ম্যাগাজিন। এই তালিকায় মোট ৩০০টি শহরের মধ্যে আবুধাবি প্রথম স্থানে উঠে এসেছে। এই সূচকে শহরগুলোর নিরাপত্তা, অপরাধ কম থাকা এবং আইনশৃঙ্খলার কার্যক্রম বিবেচনায় নেওয়া হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আমিরাতের অন্যান্য শহর যেমন, আজমান, দুবাই, রাস আল খাইমাহ শীর্ষ ২০ শহরের তালিকায় স্থান পেয়েছে। শহরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় উন্নত প্রযুক্তি, আইন প্রয়োগ ও জনগণের মধ্যে পুলিশের কাজের সমন্বয় প্রধান ভূমিকা রাখছে। এতে সাধারণ মানুষ, প্রবাসী এবং পর্যটকদের নিরাপদ পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরাপদ শহরের তালিকায় আমিরাতের শহরগুলো শীর্ষে উঠে আসায় দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার উন্নত ব্যবস্থাপনার ইঙ্গিত পাওয়া যায়।  

 

সৌদি আরব

তীব্র শীতের কবলে সৌদি আরবের বিভিন্ন শহর

তীব্র শীতের কবলে সৌদি আরবের বিভিন্ন শহর। অনেক শহরে তাপমাত্রা দ্রুত নেমে গিয়ে বরফও পড়তে শুরু করেছে। দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাবুক, তুরাইফ, কুয়াইরাত ও তাইফেতেও তাপমাত্র নেমে গেছে। সাকাক্কা ও হাইল অঞ্চলে তাপমাত্রা নেমে গেছে তিন ডিগ্রিতে। বুরাইদা, বিশা ও রাফাতে প্রায় চার ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রাজধানী রিয়াদ ও আল-বাহায় তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি; অভা, হাইল ও আল-সৌদায় ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সৌদির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসছে দিনে দেশটিতে আরো বৃষ্টি, শীত, বজ্রঝড়, শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শীত-বৃষ্টির এই সময়ে প্রবাসীদের সতর্ক থাকার কথা বলছেন দেশটিতে থাকা বাংলাদেশিরা। 


কুয়েত

স্বাস্থ্য বীমার ফি বেড়েছে

কুয়েতে স্বাস্থ্য বীমার ফি বেড়েছে। আগে যে ফি ছিল বছরে ৫০ কুয়েতি দিনার, তা বেড়ে হয়েছে ১০০ দিনার। বিশেষ কিছু ক্ষেত্রে ৫ দিনারের ফি হয়েছে ১০ দিনার। নতুন স্বাস্থ্য বীমার ফি ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, নতুন স্বাস্থ্য বীমায় প্রবাসী কর্মীদের অনুমতি নেওয়া সহজ ও নিয়ন্ত্রিত হবে। একই সাথে স্বাস্থ্য খাতে সরকারের খরচের চাপ কমাবে। সরকারি হাসপাতালেও রোগীর চাপ কমবে। তবে এতে প্রবাসীদের চিকিৎসার খরচ বাড়বে। ছোটখাটো রোগ ব্যাধির জন্য বেশি খরচ পড়বে। তাই এখন থেকেই স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী কর্মীদের সুস্থ থাকার কথা বলছেন বাংলাদেশিরা।

Logo