Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে স্বাস্থ্য বীমার ফি বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:২৬

কুয়েতে স্বাস্থ্য বীমার ফি বাড়ছে

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, বিদেশি বাসিন্দা ও ভিসাধারীদের জন্য স্বাস্থ্য বীমার নির্ধারিত ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ফি কার্যকর হওয়ার পর বছরে প্রায় ২০০ মিলিয়ন কুয়েতি দিনার (KD) রাজস্ব অর্জন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। আরব টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

সংবাদে আরো বলা হয়েছে, এই সিদ্ধান্তটি ২৩ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং এটি নতুন আবাসিক (রেসিডেন্সি) নিয়মগুলোর সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে, যাতে বসবাস ও স্বাস্থ্য বীমা সংক্রান্ত কর্মপ্রক্রিয়া আরো সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, নতুন ফি ব্যবস্থা সরকারের ওপর চাপ কমানোর পাশাপাশি প্রাইভেট স্বাস্থ্য বীমা খাতের বৃদ্ধিও সহায়তা করবে। এর ফলে সরকারি হাসপাতাল ও ক্লিনিকে চাপ কমবে এবং স্বাস্থ্যসেবা প্রদান আরো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। 

নতুন নিয়মে আগের তুলনায় অনেক শ্রেণির আবাসিকদের জন্য বার্ষিক স্বাস্থ্য বীমা ফি ১০০ কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে। এতে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত, শিক্ষার্থী, বিনিয়োগকারী, স্বনিয়োজিত ব্যক্তি ও বিভিন্ন অন্যান্য ভিসাধারীসহ বহু শ্রেণির লোক অন্তর্ভুক্ত। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্বাস্থ্য বীমা সম্পর্কিত তথ্যাদি ও পরিষেবা আরো উন্নত করার জন্য তারা একটি ডিজিটাল সিস্টেম গড়ে তুলছে। এতে স্বাস্থ্য বীমার আবেদন, ফি প্রদান ও অনুমোদন সংক্রান্ত সব কাজ অনলাইনে করা যাবে, যা কাজকে দ্রুত, স্বচ্ছ ও সহজ করবে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বয় বাড়াতে একটি সংযুক্ত ইলেকট্রনিক ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।

Logo