বাহরাইনে প্রায় ৮ হাজার ৩০০ প্রবাসী বাংলাদেশি ইতোমধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। বাংলাদেশ দূতাবাস মানামা জানিয়েছে, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলবে।
নিবন্ধন আরো সহজ এবং দ্রুত করতে দূতাবাস একটি “নিবন্ধন সহায়তা ডেস্ক” চালু করেছে। এটি ২৩ ও ২৪ ডিসেম্বর ২০২৫ কার্যকর থাকবে। যারা এখনো পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারেননি, তারা জাতীয় পরিচয়পত্র (NID), সিপিআর এবং পাসপোর্টের কপি নিয়ে সরাসরি দূতাবাসে এসে নিবন্ধন করতে পারবেন।
সহায়তা ডেস্কের সময়সীমা সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং প্রয়োজনে ফোন (৩৩৩৭৫১৫৫) অথবা ইমেইল (service.manama@mofa.gov.bd) এর মাধ্যমে তথ্য নেওয়া সম্ভব।
দূতাবাসের এই উদ্যোগ প্রবাসী ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে গণ্য হচ্ছে। সময়মতো নিবন্ধন নিশ্চিত করলে প্রবাসীরা ২০২৫ সালের জাতীয় নির্বাচনে তাদের ভোটাধিকার ব্যবহার করতে পারবেন।
logo-1-1740906910.png)