Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ফুড ট্রাকের জন্য নতুন ডিজিটাল পারমিশন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯

বাহরাইনে ফুড ট্রাকের জন্য নতুন ডিজিটাল পারমিশন

বাহরাইনের মিউনিসিপ্যালিটি ও কৃষি মন্ত্রণালয় একটি নতুন ইলেকট্রনিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে, যা দেশজুড়ে চলমান মোবাইল ফুড ট্রাকগুলোর জন্য নির্ধারিত স্থান আগে থেকে বুক এবং অনুমোদন করার সুযোগ দেবে। মন্ত্রী ওয়ায়েল আল মুবারক পার্লামেন্টকে জানান, ফুড ট্রাকের মালিকরা অনলাইনের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত স্থানের জন্য আবেদন করতে পারবে।

মন্ত্রী জানান, শুরুতেই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কিছু স্থান চিহ্নিত করা হয়েছে এবং প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন নেওয়া শুরু হবে। মন্ত্রণালয় নির্ধারণ করবে ফুড ট্রাক কোথায় পার্ক ও ব্যবসা করতে পারবে, আর লাইসেন্স প্রদান অন্য সরকারি সংস্থা করবে।

ফুড ট্রাক মালিকদের অবশ্যই সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটির অনুমোদন নিতে হবে। বিশেষ করে রেসিডেন্সিয়াল এলাকায় পার্কিংয়ের জন্য জমির মালিকের লিখিত সম্মতি নিতে হবে। এছাড়া রাস্তার মাঝখানে বা আবাসিক ভবনের সামনে পার্ক করা, জংশন, রাউন্ডঅ্যাবট ও ট্রাফিক লাইটের কাছাকাছি দাঁড়ানো, নিরাপত্তা ও শব্দ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া নিষিদ্ধ।

রেসিডেন্সিয়াল এলাকায় ট্রেডিং সময় সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। ট্রাককে নির্ধারিত সময়ের বাইরে সরাতে হবে এবং কোনো সরঞ্জাম বা আসবাব বসতি এলাকায় রেখে যাওয়া যাবে না। অস্থায়ী আসন ও ফেন্সিং মালিকের অনুমোদনে ব্যবহার করা যাবে, কিন্তু স্থায়ী কাঠামো নির্মাণের জন্য বিল্ডিং পারমিট প্রয়োজন।

বর্তমানে মিউনিসিপ্যালিটি মালিকানাধীন সম্পত্তিতে ১৮টি মোবাইল ফুড ট্রাকের লাইসেন্স অনুমোদিত হয়েছে। দেশের সবমিলিয়ে অনুমোদিত স্ট্রিট ভেন্ডারের সংখ্যা এখন প্রায় ৩১। মন্ত্রণালয় ২০২৩ সালে ১০টি, ২০২৪ সালে ৭টি, আর ২০২৫ সালে ১৪টি নতুন লাইসেন্স ইস্যু করেছে এবং একটিকে সাসপেন্ডও করা হয়েছে।

Logo