Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে কর্মীদের রিমোটলি কাজের আহ্বান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬

আমিরাতে কর্মীদের রিমোটলি কাজের আহ্বান

সংযুক্ত আরব আমিরাতে (UAE) ভারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার কারণে বেসরকারি খাতের কর্মীদের দূরবর্তী কাজ করার আহ্বান জানানো হয়েছে। মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় (MoHRE) জানিয়েছে, ১৯ ডিসেম্বর প্রভাবিত অঞ্চলের যেসব পদ দূর থেকে কাজের সুযোগ দেয়, সেখানে অফিসের পরিবর্তে বাসা থেকে কাজ করা প্রয়োজন।

মন্ত্রণালয়ের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, আবহাওয়ার কারণে কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সব বেসরকারি প্রতিষ্ঠানকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং অফিসে বা অন্যান্য কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার নিয়মাবলি মানা বাধ্যতামূলক।

জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) ১৯ ডিসেম্বরের জন্য ভারি বৃষ্টি, বজ্রপাত ও তুষারবৃষ্টির ‘হলুদ সতর্কতা’ জারি করেছে। ১৮ ডিসেম্বর বেশ কিছু অঞ্চলে ভারি বৃষ্টি হয়, যার ফলে স্থানীয় কিছু এলাকায় বন্যা, উড়ে যাওয়া গাছ ও সম্পত্তি ক্ষতি হয়েছে। অনেক কর্মী আগে বাড়ি ফিরে যান বা অফিস থেকে কাজ করেন।

আবহাওয়ার কারণে পার্ক, সমুদ্রসৈকত ও অন্যান্য খোলা জায়গা অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। মুহরি বলেছে, যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য নিরাপদ এবং সুবিধাজনক দূরবর্তী কাজের ব্যবস্থা দিতে পারে, তারা তা অবিলম্বে বাস্তবায়ন করবে। এটি শুধু কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে না, বরং ব্যবসার ক্রিয়াকলাপও সচল রাখবে।

ইউএইতে খারাপ আবহাওয়ায় দূরবর্তী কাজ চালু করা নতুন নয়। ২০২৪ সালের বন্যার সময় অনেক সংস্থা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অফিসে যাতায়াত ঝুঁকিপূর্ণ হলে বাড়ি থেকে কাজ করার নীতি চালু করেছিল। এরপর থেকে বেশির ভাগ প্রতিষ্ঠান ফ্লেক্সিবল ওয়ার্ক-ফ্রম-হোম পলিসি নিয়ে এসেছে।

মন্ত্রণালয় থেকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে, পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং স্থানীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

Logo