সংযুক্ত আরব আমিরাত বিদেশি নাগরিকদের প্রবেশ ও বসবাস নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ করছে। ফেডারেল আইন নং ২৯, ২০২১ অনুযায়ী ভিসা ও রেসিডেন্স সংক্রান্ত নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং বহিষ্কারের শাস্তি হতে পারে। গালফ নিউজ এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। আইন অনুযায়ী যেসব কাজকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়েছে, সেগুলো হলো:
- অবৈধভাবে বসবাসকারীদের আশ্রয় দেওয়া বা লুকিয়ে রাখা।
- অনুমতি ছাড়া অবৈধ অভিবাসীকে চাকরিতে নিয়োগ দেওয়া।
- ভিসা বা রেসিডেন্স পারমিটের অপব্যবহার।
- ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করা।
- ভিসা জালিয়াতি বা ভুয়া নথি ব্যবহার।
- অন্যের ভিসা ব্যবহার করে প্রবেশ বা বসবাস।
- ভিসা-সংক্রান্ত প্রতারণা বা অবৈধ ব্যবসায় জড়িত থাকা।
শাস্তির ধরন:
- এসব অপরাধে সর্বোচ্চ ৫০ লাখ দিরহাম জরিমানা হতে পারে।
- কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে দেশ থেকে বহিষ্কার করা হবে।
- আইন ভঙ্গকারীর পাশাপাশি যারা সহযোগিতা করবে, তারাও সমান শাস্তির মুখোমুখি হবে।
ইউএই সরকার জানিয়েছে, অবৈধ অভিবাসন ও ভিসা লঙ্ঘন দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। তাই কঠোর আইন প্রয়োগের মাধ্যমে সমাজকে সুরক্ষিত রাখা হবে।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিদেশিদের জন্য বার্তা স্পষ্ট- ভিসা ও রেসিডেন্স আইন মেনে চলতে হবে, নইলে বড় অঙ্কের জরিমানা, কারাদণ্ড এবং বহিষ্কারের ঝুঁকি রয়েছে।
logo-1-1740906910.png)