মধ্যপ্রাচ্যে খারাপ আবহাওয়ায় ফ্লাইটে বিশৃঙ্খলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:১৬
মধ্যপ্রাচ্যের নানা দেশে ভারি বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝার কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। দেশে দেশে ফ্লাইট বাতিল বা দেরির ঘটনা ঘটেছে। তাতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। তাদের অনেককে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার মতো বিরক্তিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।
এমন পরিস্থিতিতে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবীণ ও শিশু যাত্রীরা।
গোটা মধ্যপ্রাচ্যজুড়ে এ পর্যন্ত প্রায় ৯৮টি ফ্লাইট বিলম্ব ও ৬টি ফ্লাইট ক্যান্সেলের খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত বিমান চলাচলের হাব দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কবলে পড়েছে। এরই মধ্যে বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের খবর পাওয়া গেছে। ফলে যাত্রা শুরুর আগে ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সৌদির রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও অনেক ফ্লাইট বিলম্বের খবর পাওয়া গেছে এবং কিছু ফ্লাইট বাতিলও হয়েছে। এর ফলে অনেক যাত্রী বিমানবন্দরে অপেক্ষা করছেন এবং ভোগান্তির মধ্যে পড়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ফ্লাইট অন্য বিমানবন্দর থেকে এসে আটকে রয়েছে এবং জ্বালানি সরবরাহ সম্পর্কিত কাজ চলায় এই সমস্যা আরো তীব্র হয়েছে।
বাহরাইনের অভ্যন্তরীণ বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ না হলেও চরম আবহাওয়ার জন্য কিছু আন্তর্জাতিক ফ্লাইট বিলম্ব বা বাতিলের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নাগরিক ও ভ্রমণকারীদের এয়ারপোর্টে আসার আগে ফ্লাইট স্ট্যাটাস আগে থেকেই চেক করার পরামর্শও দেওয়া হয়েছে।
কাতারেও কিছু ফ্লাইট দেরিতে ছেড়েছে, তবে বাকি সব ফ্লাইট স্বাভাবিক আছে। কাতার এয়ারওয়েজসহ দেশটির অন্যান্য বিমান সংস্থাগুলোর ফ্লাইট স্বাভাবিক চলছে। কিছু ফ্লাইটে ছোটখাটো বিলম্ব বা বাতিল হয়েছে, যা মূলত আঞ্চলিক আবহাওয়া ও অন্যান্য টেকনিক্যাল কারণের জন্য হচ্ছে দায়ী।
কুয়েত এয়ারপোর্টেও সব ফ্লাইট স্বাভাবিকভাবে চললেও কিছু ছোটখাটো বিলম্ব বা সময়সূচির পরিবর্তনের খবর দিয়েছে সেখানকার বিমান সংস্থা।
দেশগুলোর আবহাওয়া অফিসগুলো জানিয়েছে, আগামী রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়ার এ চরম পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। তখন ফ্লাইটও নিয়মিত শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে আশা করা যাচ্ছে।
logo-1-1740906910.png)