Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ২০ ডিসেম্বর ২০২৫

বাহরাইনের শিল্পাঞ্চলগুলো হবে ওয়ার্কার্স টাউন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১৮:০৯

বাহরাইনের শিল্পাঞ্চলগুলো হবে ওয়ার্কার্স টাউন

বাহরাইন

বাহরাইনের শিল্পাঞ্চলগুলো হবে ওয়ার্কার্স টাউন 

বাহরাইনের শিল্পাঞ্চলগুলোকে শ্রমিক-কর্মীদের জন্য ওয়ার্কার্স টাউন হিসেবে ঘোষণা দিতে যাচ্ছে দেশটির সরকার। দেশটির পাঁচজন সংসদ সদস্য এই প্রস্তাব দিয়েছেন। জিডিএন অনলাইনের খবরে বলা হয়েছে, লাহসি, আসকার ও আশপাশের শিল্পাঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে “ওয়ার্কার্স টাউন” হিসেবে ঘোষণা করা হবে। এই ঘোষণার মূল লক্ষ্য হলো শিল্পাঞ্চলগুলোকে আরো পরিকল্পিত, নিরাপদ ও বিনিয়োগবান্ধব করে তোলা। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রমিকদের জন্য নিরাপদ ও বৈধ আবাসন, লাইসেন্সপ্রাপ্ত দোকান এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

দক্ষিণ বাহরাইনের শিল্পাঞ্চলগুলোতে বর্তমানে বিপুল সংখ্যক শ্রমিক বসবাস করছেন। এদের জন্য অনেকেই নিজ উদ্যোগে আবাসন ব্যবস্থা করেছেন, কিন্তু অনেক আবাসনই বৈধভাবে নিবন্ধিত নয়। এছাড়া এসব এলাকায় অবৈধ দোকান ও বাজারও গড়ে উঠেছে, যেখানে শ্রমিকদের জন্য খাদ্য, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য বিক্রি হয়। স্থানীয় সংসদ সদস্যরা মনে করছেন, এসব কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে আনুষ্ঠানিকভাবে “ওয়ার্কার্স টাউন” ঘোষণা করা অত্যন্ত জরুরি। তাদের মতে, সুষ্ঠু পরিকল্পনা ও আইনানুগ ব্যবস্থা না থাকলে শ্রমিকদের নিরাপত্তা ও জীবনমান হুমকির মুখে পড়ে। 

বাহরাইনে “ওয়ার্কার্স টাউন” গঠনের প্রস্তাব শ্রমিকদের জীবনমান উন্নয়ন, অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ এবং শিল্পাঞ্চলের পরিকল্পিত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে শিল্পাঞ্চলগুলো আরো নিরাপদ, সুশৃঙ্খল এবং বিনিয়োগবান্ধব হয়ে উঠবে। শ্রমিকদের জন্য পরিকল্পিত আবাসন, লাইসেন্সপ্রাপ্ত দোকান ও সেবা কেন্দ্র স্থাপন শিল্পাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক পরিবেশের জন্য নতুন দিকনির্দেশনা দিতে পারে।


সংযুক্ত আরব আমিরাত

ফুজাইরায় সড়ক দুর্ঘটনা, এক বাংলাদেশির মৃত্যু

আমিরাতের ফুজাইরায় রাস্তা পার হওয়ার সময় এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে দিব্বা আল ফুজাইরাহতে একটি গাড়ির ধাক্কায় এই মৃত্যুর ঘটনা ঘটে। একটি ড্রাইভিং ইনস্টিটিউটের কাছে এ ঘটনা ঘটে, যখন এই প্রবাসী বাংলাদেশি পথচারী পারাপারের রাস্তা বাদ দিয়ে যত্রতত্র রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন।

গাড়ির ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করা হয় এবং তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তরের আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দিব্বা আল ফুজাইরাহ হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ পথচারীদের সর্বদা নির্ধারিত ক্রসিং ব্যবহার করার আহ্বান জানিয়েছে, সতর্ক করে দিয়েছে যে অননুমোদিত এলাকা দিয়ে পারাপারের ফলে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।


সংযুক্ত আরব আমিরাত

ফেইক ফিঙ্গারপ্রিন্টের অভিযোগ, তীর মিসরী-বাংলাদেশিদের দিকে

কুয়েতে ফিঙ্গারপ্রিন্ট প্রতারণার দায়ে ১২ জনকে আটক করেছে দেশটির পুলিশ। অভিযুক্তরা জাল ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সরকারি মন্ত্রণালয়ের উপস্থিতি সিস্টেমকে ম্যানিপুলেট করত। তারা অফিসে না গিয়েও নিজেদের উপস্থিত দেখাত। আরব টাইমসের খবরে বলা হয়েছে, এই ফাঁকিবাজির জন্য কিছু বিদেশি নাগরিকও যুক্ত ছিল। এর মধ্যে একজন মিসরীয় ও একজন বাংলাদেশিও রয়েছে। তারা জাল ফিঙ্গারপ্রিন্ট তৈরি করে দিত বলে সন্দেহ করা হচ্ছে। অভিযানে তদন্তকারী দল জাল করার যন্ত্রপাতি ও অন্যান্য প্রমাণ জব্দ করেছে। পাশাপাশি দেখা গেছে, এই প্রতারণা দীর্ঘমেয়াদি ও সংগঠিতভাবে হচ্ছে। আগে এমন আরো একটি ঘটনায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কুয়েত পুলিশ হুঁশিয়ারি দিয়েছে, সরকারি সিস্টেমে জালিয়াতি তারা বরদাশত করবে না। 


সৌদি আরব

সৌদিতে বেড়েছে ডেলিভারি প্রবাসী ড্রাইভারের সংখ্যা

সৌদি আরবে অনলাইন ডেলিভারি দ্রুত জনপ্রিয় হওয়ায় দেশটিতে প্রবাসী ডেলিভারি ড্রাইভারের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকের তথ্যে জানা যায়, ২০২৪ সালে দেশটিতে ডেলিভারি অর্ডার ২৯ কোটি ছাড়িয়ে গেছে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদিতে ডেলিভারি ড্রাইভারের সংখ্যা ২০২৩ সালের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। প্রবাসীদের পাশাপাশি সৌদি ড্রাইভারের সংখ্যাও ১ লাখ ৪০ হাজার ছাড়িয়ে গেছে। ফলে বোঝা যাচ্ছে, সৌদিতে ডেলিভারি পেশা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২৫ সালের হালনাগাদ জরিপ রিপোর্টের তথ্য উঠে না এলেও, ধারণা পাওয়া যায় চলতি বছরেও তা বাড়ছে। প্রবাসী ডেলিভারি ড্রাইভারদের দেশটির ট্রাফিক আইন মেনে চলার পরামর্শ দিচ্ছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।

Logo