Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানি ফেরত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ২২:০৪

সৌদি থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানি ফেরত

সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ২৪ হাজার পাকিস্তানি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। একই অভিযোগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে ফেরত পাঠানো হয়েছে ৬ হাজার জনকে এবং আজারবাইজান থেকে ২ হাজার ৫০০ জনকে। বিভিন্ন অভিযোগে চলতি বছর মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে বিদেশ থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

এফআইএ মহাপরিচালক আগা রফিউল্লাহ জাতীয় পরিষদের ওভারসিজ পাকিস্তানি ও মানবসম্পদ উন্নয়ন সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য দেন। তিনি জানান, ২০২৫ সালে বিভিন্ন দেশ থেকে মোট ৫১ হাজার পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ২৪ হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে।

এফআইএ প্রধান আরো জানান, অনেক ব্যক্তি ওমরাহ পালনের অজুহাতে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছেন। তাদের কাছে ওমরাহ যাত্রার দাবি থাকলেও ইউরোপ ভ্রমণের কাগজপত্র পাওয়া গেছে। প্রমাণের ভিত্তিতে তাদেরও ফেরত পাঠানো হয়েছে।

চলতি বছরে প্রায় ৮৫ লাখ মানুষ বিদেশ ভ্রমণ করেছেন। এ সংক্রান্ত মোট ২২৬টি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন এফআইএ মহাপরিচালক।

তিনি আরো জানান, মাত্র তিন মাসে ৪৫০ জনকে ইরান সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের চেষ্টা করার সময় আটক করা হয়েছে।

Logo