মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৯ ডিসেম্বর ২০২৫
২০২৬ সালে বাহরাইনে রোজা হবে শীতে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:১০
বাহরাইন
বাহরাইনে ২০২৬ সালে রোজা হবে শীতে
বাহরাইনে ২০২৬ সালে রোজা হবে শীতকালে। বাহরাইনের জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ রেধা আল আসফুর পূর্বাভাস দিয়েছেন, বাহরাইনে শীতকাল শুরু হবে ২১ ডিসেম্বর, যা হিজরি রজব মাসের সাথে মিলে যায়। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এ বছর হিজরি মাস রজব, শাবান ও রমজান শীতকালেই পড়বে। দেশটিতে ২০২৬ সালের ২০ মার্চ শীতকাল আর রমজান মাসের শেষ হবে এক সাথে। শীতকালে দিন হবে সবচেয়ে ছোট আর রাত হবে বড়। ফলে গ্রীষ্মকালে দীর্ঘ সময় রোজা রাখার যে অভিজ্ঞতা, এবার তা দেখা যাবে না বাহরাইনে। বিশ্বব্যাপী মুসলমানদের রমজান মাসের আধ্যাত্মিক তাৎপর্য অনেক, মুসলমানরা রমজান মাসের জন্য অধীর অপেক্ষায় থাকেন। ২০২৬ সালে পবিত্র রমজান মাস পুরোটাই শীতকাল থাকবে। রমজান আর শীত শেষে বাহরাইনে ঘটবে বসন্তের সূচনা।
সৌদি আরব
সৌদিতে ভূমিকম্প প্রবল বৃষ্টিপাত, সতর্কতা
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ৪.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি বুধবার রাত ১টা ১১ মিনিটে অনুভূত হয়। তবে মৃদু ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ইরানের জাগ্রোস পর্বতমালায় আরবীয় এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট টেকটোনিক চাপের কারণে এই ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকতে পারে।
এদিকে সৌদির রাজধানী রিয়াদ ও দিরিয়াসহ নানা এলাকা পড়েছে ভারি বৃষ্টিপাতের কবলে। এসব এলাকায় বৃষ্টির সাথে দমকা বাতাস, বজ্রপাত, তীব্র শীত দেখা গেছে। ভারি বৃষ্টির কারণে হড়কাবানের পূর্বাভাসও দেওয়া হয়। নাটকীয় এই আবহাওয়ার দরুন জনজীবন ব্যাহত হয়েছে। স্কুল-কলেজে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতির বদলে ক্লাস নেওয়া হয় অনলাইনে।
সংযুক্ত আরব আমিরাত
বেশি চিনি বেশি ট্যাক্স
আমিরাতের সরকার মিষ্টি পানীয়ের ওপর এক্সসাইজ ট্যাক্সের নিয়ম পরিবর্তন করেছে। এখন থেকে পানীয়তে যত বেশি চিনি থাকবে, করও তত বেশি দিতে হবে। এর আগে সব ধরনের মিষ্টি পানীয়ের ওপর একই হারে ৫০ শতাংশ কর ছিল। নতুন নিয়মে সেই ব্যবস্থা আর থাকছে না।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে। বিশেষ করে অতিরিক্ত চিনি খাওয়া কমাতেই এই উদ্যোগ। নতুন নিয়ম অনুযায়ী, পানীয় প্রস্তুতকারক ও আমদানিকারকদের চিনি পরিমাণের তথ্য দিতে হবে। ল্যাব পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে কর্তৃপক্ষকে।
যদি কোনো কোম্পানি চিনির মাত্রার তথ্য না দেয়, তাহলে সেই পানীয়কে উচ্চ চিনি মাত্রার হিসাবেই ধরা হবে। ফলে করও গুনতে হবে বেশি। সরকার আশা করছে, এই নিয়মের ফলে বাজারে কম চিনি যুক্ত পানীয়ের ব্যবহার বাড়বে। একই সঙ্গে দেশটির মানুষ আরো স্বাস্থ্য সচেতন হবে।
logo-1-1740906910.png)