মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৮ ডিসেম্বর ২০২৫
বাহরাইনে রাজকীয় ক্ষমা ঘোষণা, মুক্তি পেলেন ৯৬৩ বন্দি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:১১
বাহরাইন
রাজকীয় ক্ষমা ঘোষণা, মুক্তি পেলেন ৯৬৩ বন্দি
বাহরাইনের জাতীয় দিবস এবং দেশটির মহামান্য রাজা হামাদ বিন ঈসা আল খলিফার ২৬তম সিংহাসন আরোহণ দিবস উপলক্ষে ৯৬৩ জন বন্দির মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে দেশটিতে এক রাজকীয় ডিক্রিও জারি করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই সাধারণ ক্ষমার আওতায় পড়েছেন বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিরা, যারা আংশিক সাজা ভোগ করেছেন। এছাড়া বিকল্প শাস্তির আওতায় থাকা বেশ কজন বন্দিও রয়েছেন। তবে মুক্তি পাওয়াদের কতজন নাগরিক আর কতজন প্রবাসী বা কোন দেশের প্রবাসী তা জানানো হয়নি। ডেইলি ট্রিবিউনের রিপোর্টে আরো বলা হয়েছে, দেশটিতে রাজকীয় ক্ষমা নতুন কিছু না হলেও এটি দেশটির রাজার মানবিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। যার মধ্য দিয়ে মুক্তি পাওয়ারা সমাজের অন্য মানুষদের সাথে একীভূত হওয়ার সুযোগ পাবেন।
সৌদি আরব
সৌদিতে তুষারপাত!
সৌদির তাবুক অঞ্চলের জাবাল আল-লজ-এ ভারী তুষারপাত ঘটেছে। সেই সাথে ছিল দমকা বাতাস। অঞ্চলটিতে তাপমাত্রা নেমেছে মাইনাস চারে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ট্রোজেনা উচ্চভূমিতে তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টিপাতও হয়েছে। বি'র বিন হিরমাস, আল-উয়াইনা, হালাত আম্মার এবং শিগরির কেন্দ্রস্থল এবং তাদের আশপাশের এলাকায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে।
তাবুকের জাবাল আল-লাউজ তুষারপাত শীতকালীন একটি জনপ্রিয় আকর্ষণ তৈরি করে, যা হিমাঙ্কের তাপমাত্রাসহ ভূদৃশ্যকে তুষারাবৃত আশ্চর্যভূমিতে রূপান্তরিত করে। শুষ্ক অঞ্চল হওয়া সত্ত্বেও স্থানীয় এবং দর্শনার্থীদের ছবি তোলার এবং অনন্য শীতকালীন অভিজ্ঞতার জন্য আকর্ষণ করে।
বুধবারের আবহাওয়া প্রতিবেদনে তাবুক ও হাইল পর্বতমালার কিছু অংশের পাশাপাশি মদিনার উচ্চভূমির উত্তর-পূর্ব অংশে হালকা তুষারপাত এবং তুষারপাতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে রাজ্যের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রঝড় এবং বৃষ্টিপাতের সাথে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশের ইঙ্গিতও দেওয়া হয়েছে।
কুয়েত
কুয়েতে বিজয় দিবস উদযাপন
বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। যাতে যোগ দিয়েছিলেন কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির সদস্য এবং বাংলাদেশপ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিজয় দিবসে আগতদের স্বাগত জানান এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্মরণ করেন ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের আত্মদানকারীদেরও। রাষ্ট্রদূত জানান, ঐক্য ও আত্মত্যাগই বাংলাদেশের জাতিসত্তার মূল শক্তি। রাষ্ট্রদূত তার বক্তব্যে আশা প্রকাশ করেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের মেধা, প্রযুক্তির অগ্রগতি, প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও শ্রম এবং বৈশ্বিক সংযোগ; সবকিছু মিলিয়ে বাংলাদেশের সামনে এক উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে যাচ্ছে। কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের কুয়েতের আইন-কানুন মেনে চলতে বলেন এবং বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।
logo-1-1740906910.png)