Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি-বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

আবুল বশির, সৌদি আরব

আবুল বশির, সৌদি আরব

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি-বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে রিয়াদে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেড ইন সৌদি ২০২৫’। ১৫ থেকে ১৭ ডিসেম্বর রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল-খোরাইফ।

ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালে যাত্রা শুরু করা ‘মেড ইন সৌদি’ প্রোগ্রাম সৌদি জাতীয় অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে। বর্তমানে ১৯ হাজারেরও বেশি সৌদি পণ্য বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হচ্ছে। সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিল্ক ইউনাইটেড (দ্য এক্সপোর্ট হাউস) এবং বাংলাদেশি মালিকানাধীন ডিউনডেল্টা ট্রেডিং অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিনিধিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিল্ক ইউনাইটেডের সিইও মুসায়াদ বিন মনসুর আল-হালওয়ান এবং ডিউনডেল্টার সিইও বাকি বিল্লাহ আল মাদানী।

ডিউনডেল্টার সিইও বাকি বিল্লাহ আল মাদানী বলেন, “এই অংশীদারিত্ব সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে একটি নিরাপদ ও সরাসরি বাণিজ্যিক সেতুবন্ধন তৈরি করবে। আমদানিকারকরা এখন ‘ওয়ান-স্টপ শপ’ সুবিধায় একটি মাত্র শিপমেন্টে বিভিন্ন পণ্য পাবেন।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান। এছাড়া প্রবাসী ব্যবসায়ী ও সৌদি বাণিজ্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, এই চুক্তি সৌদি-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং দুই দেশের ব্যবসায়িক সম্পর্ককে আরো সুদৃঢ় করবে।

Logo