Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে ফাইনাল এক্সিট ভিসার জন্য নতুন শর্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৩

সৌদি আরবে ফাইনাল এক্সিট ভিসার জন্য নতুন শর্ত

সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) জানিয়েছে, বিদেশি কর্মীদের ফাইনাল এক্সিট ভিসা নিতে হলে তাদের রেসিডেন্সি পারমিট বা ইকামায় অন্তত ৩০ দিনের বৈধতা থাকতে হবে। ইকামার মেয়াদ ৩০ দিনের কম থাকলে আগে তা নবায়ন করতে হবে, নইলে ফাইনাল এক্সিট ভিসা পাওয়া যাবে না। জাওয়াজাত স্পষ্ট করেছে, ইকামার মেয়াদ ভিসার সময়সীমাকে সরাসরি প্রভাবিত করে।  

- ইকামায় যদি ৩০-৫৯ দিন বাকি থাকে, তবে ফাইনাল এক্সিট ভিসার মেয়াদও একই সময় পর্যন্ত থাকবে।  

- ইকামায় যদি ৬০ দিন বা তার বেশি বৈধতা থাকে, তবে ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ হবে সর্বোচ্চ ৬০ দিন।  

এ নিয়মের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে, কর্মীরা বৈধভাবে দেশ ছাড়তে পারবেন এবং কোনো জটিলতায় পড়বেন না।   

নিয়োগকর্তা বা পরিবারের প্রধানরা কর্মী বা নির্ভরশীলদের জন্য ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করতে পারবেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। এর মধ্যে রয়েছে:  

- Absher  

- Absher Business  

- Muqeem

এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো অতিরিক্ত ফি দিতে হয় না।

সৌদি কর্তৃপক্ষ বলছে, এ নিয়ম ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে প্রবাসীদের দেশ ছাড়ার প্রক্রিয়া আরো সহজ হবে। একই সঙ্গে ইকামা ও ভিসা-সংক্রান্ত নিয়ম মানা নিশ্চিত হবে। অনলাইন সিস্টেম ব্যবহার করে নিয়োগকর্তারা সহজেই আবেদন করতে পারবেন এবং কর্মীরা নিশ্চিন্তে দেশে ফিরতে পারবেন।  

এ উদ্যোগ সৌদি আরবের সরকারি সেবায় ডিজিটাল রূপান্তরের অংশ। অনলাইনে ভিসা আবেদন ও অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় সময় ও খরচ দুটিই কমছে। প্রবাসীরা আর দালাল বা অতিরিক্ত খরচের ঝুঁকিতে পড়ছেন না।  

Logo