Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ইকামা ও ভিসা নিয়ন্ত্রণে কঠোর সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১২

ইকামা ও ভিসা নিয়ন্ত্রণে কঠোর সৌদি আরব

সৌদি আরব ২০২৬ সালের আগে অভিবাসন, ইকামা ও রেসিডেন্সি ব্যবস্থায় কঠোরতা বাড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবৈধভাবে থাকা প্রবাসীদের জন্য নতুন ডিজিটাল সেলফ-ডিপোর্টেশন প্ল্যাটফর্ম চালু করেছে। এর মাধ্যমে অবৈধভাবে থাকা বিদেশিরা অনলাইনে নিজ উদ্যোগে দেশ ছাড়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন। আগে এ ধরনের প্রক্রিয়া মূলত আটক থেকে বহিষ্কার পর্যন্ত সীমাবদ্ধ ছিল।  

নতুন প্ল্যাটফর্ম কোনো সাধারণ ক্ষমা নয়, বরং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ। এতে অবৈধভাবে থাকা প্রবাসীদের দ্রুত দেশ ছাড়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নিয়োগকর্তাদের জন্য বার্তা স্পষ্ট ইকামা ও ভিসা নিয়ন্ত্রণ আরো কঠোরভাবে কার্যকর হচ্ছে।  

প্রত্যেক কর্মীর ইকামা ও ভিসার মেয়াদ নিয়মিত যাচাই করতে হবে। কোনো কর্মীর রেসিডেন্সি বা কাজের অনুমতি শেষ হয়ে গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।  

- মাসিকভাবে ইকামা ও ভিসার মেয়াদ মিলিয়ে দেখা  

- মেয়াদোত্তীর্ণ নথি থাকলে কর্মীকে কাজে না লাগানো  

- ম্যানেজারদের প্রশিক্ষণ দেওয়া, যাতে কর্মস্থল পরিবর্তন বা দায়িত্ব বদলের সময় নিয়ম ভঙ্গ না হয়  

অভিবাসন নিয়ন্ত্রণের পাশাপাশি সৌদি আরব করপোরেট স্বচ্ছতা বাড়াচ্ছে। কোম্পানির আসল মালিকানা (Ultimate Beneficial Owner – UBO) তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে।  

- ডিসেম্বর ২০২৫ থেকে নতুন নিয়মে মালিকানা তথ্য প্রকাশ না করলে জরিমানা হবে  

- বারবার নিয়ম ভাঙলে জরিমানার পরিমাণ বাড়বে  

- মালিকানা তথ্য প্রতি বছর হালনাগাদ ও নিশ্চিত করতে হবে  

এটি শুধু অর্থ পাচার রোধের বিষয় নয়। মালিকানা তথ্য প্রকাশ এখন লাইসেন্স, ব্যাংকিং, চুক্তি ও টেন্ডার যোগ্যতার সঙ্গে সরাসরি যুক্ত। মালিকানা কাঠামো জটিল হলে ভুল তথ্য দেওয়ার ঝুঁকি থাকে, তাই কোম্পানিগুলোকে বিস্তারিতভাবে মালিকানা চেইন নথিভুক্ত করতে হবে।  

করণীয়  

- মালিকানা কাঠামো পর্যালোচনা করে প্রকৃত মালিকের নাম নিশ্চিত করা  

- শেয়ার হস্তান্তর, ভোটাধিকার পরিবর্তন বা ব্যবস্থাপনায় পরিবর্তন হলে তথ্য হালনাগাদ করা  

- প্রতি বছর মালিকানা তথ্য নিশ্চিতকরণকে নিয়মিত কাজ হিসেবে নেওয়া  

সৌদি আরবের এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো কঠোর নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। একদিকে প্রবাসীর ইকামা ও ভিসা বৈধ রাখতে হবে, অন্যদিকে কোম্পানিগুলোকে মালিকানা তথ্য প্রকাশে নিয়ম মানতে হবে।

Logo