‘অটোমেকানিকা দুবাই ২০২৫’ এ প্রথমবারের মতো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮
বিশ্বের অটোমোটিভ শিল্পের অন্যতম বড় আন্তর্জাতিক প্রদর্শনী ‘অটোমেকানিকা দুবাই ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক, সরবরাহকারী এবং অটোমোটিভ খাতের পেশাজীবীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী একমাত্র প্রতিষ্ঠান ছিল রহিমআফরোজ গ্লোবাট। খবর বাসসের।
প্রদর্শনীতে অংশ নিয়ে রহিমআফরোজ গ্লোবাট তাদের বিভিন্ন পণ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক ক্রেতা ও অংশীদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ পায়। একই সঙ্গে নতুন বাজার অনুসন্ধান এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা যাচাইয়ের ক্ষেত্রেও এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
আয়োজকরা জানান, এবারের অটোমেকানিকা দুবাই আগের আসরের তুলনায় ১১ শতাংশ সম্প্রসারিত হয়েছে। চলতি বছর প্রদর্শনীটি ২০টি হলে অনুষ্ঠিত হয়, যেখানে বিশ্বের ৬০টিরও বেশি দেশ থেকে ২ হাজার ৩০০-এর বেশি প্রদর্শক অংশ নেন। এই পরিসংখ্যান মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী অঞ্চলে অটোমোটিভ আফটারমার্কেট খাতের ক্রমবর্ধমান গুরুত্ব ও বাজার সম্প্রসারণের ইঙ্গিত দেয়।
আয়োজনটি শুধু পণ্য প্রদর্শনেই সীমাবদ্ধ ছিল না। বরং এটি ব্যবসায়িক নেটওয়ার্কিং, গঠনমূলক আলোচনা এবং বৈশ্বিক বাজারে প্রবৃদ্ধির সম্ভাবনা চিহ্নিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। বিভিন্ন দেশের উদ্যোক্তা ও শিল্প-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে নতুন ধারণা ও সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়েছে।
রহিমআফরোজ গ্লোবাটের ব্র্যান্ড ও মার্কেটিং ম্যানেজার নাজমুস সাকিব নাহিয়ান প্রদর্শনী শেষে বলেন, অটোমেকানিকা দুবাই ২০২৫ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এই আয়োজন আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, বাজারের বর্তমান চাহিদা বোঝা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগ অন্বেষণের একটি চমৎকার ক্ষেত্র তৈরি করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের অবস্থান আরো শক্তিশালী করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
অটোমেকানিকা দুবাই ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিল্প খাতের সক্ষমতা তুলে ধরার একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অটোমোটিভ খাতে একক প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের অংশগ্রহণ নতুন বাজারে প্রবেশের সম্ভাবনা তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ বৈশ্বিক অটোমোটিভ শিল্পে বাংলাদেশের ভূমিকা আরো বিস্তৃত করতে সহায়ক হবে।
logo-1-1740906910.png)