কুয়েতে ভবনের নিচে আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ক্লিনিকের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭
কুয়েতে আবাসিক ভবনের বেসমেন্ট ব্যবহার নিয়ে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব উঠেছে। নতুন এই প্রস্তাব অনুযায়ী, ব্যক্তিমালিকানাধীন আবাসিক ভবনের বেসমেন্টকে জনসেবামূলক কাজে ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। নগরায়ণের চাপ, জনসেবার চাহিদা বৃদ্ধি এবং জমির স্বল্পতার প্রেক্ষাপটে কুয়েতের নগর পরিকল্পনায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কুয়েত পৌর পরিষদের কয়েকজন সদস্য আবাসিক এলাকার বেসমেন্ট ব্যবহারের বিদ্যমান নিয়মে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি বাস্তবায়ন হলে সরকারি ও জনসেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠান নির্দিষ্ট শর্তে আবাসিক ভবনের বেসমেন্ট লাইসেন্স নিয়ে ব্যবহার করতে পারবে। এতে শহরের ভেতরে অতিরিক্ত জমি অধিগ্রহণ ছাড়াই জনসেবার পরিসর বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রস্তাব অনুযায়ী, আবাসিক ভবনের বেসমেন্টগুলো পার্কিং সুবিধা, আশ্রয়কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, শ্রেণিকক্ষ কিংবা সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সহায়ক স্থাপনা হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য সেবামূলক কাজেও এসব স্থান কাজে লাগানোর সুযোগ থাকবে। এতে করে অব্যবহৃত বা সীমিত ব্যবহৃত বেসমেন্টগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।
পৌর পরিষদের সদস্যদের মতে, কুয়েতে দ্রুত নগর সম্প্রসারণ এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে বিদ্যমান অবকাঠামোর ওপর চাপ বাড়ছে। অনেক এলাকায় নতুন করে সরকারি স্থাপনা নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আবাসিক ভবনের বেসমেন্ট ব্যবহারের অনুমতি দিলে কম খরচে এবং কম সময়ের মধ্যে প্রয়োজনীয় জনসেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নগর পরিকল্পনাবিদদের একটি অংশ মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের অবকাঠামো ব্যবস্থাপনায় একটি নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত হবে। তবে একই সঙ্গে নিরাপত্তা, বাসিন্দাদের স্বাচ্ছন্দ্য, শব্দ ও যানজট নিয়ন্ত্রণ এবং ভবনের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
প্রস্তাবটি এখনো অনুমোদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের পরই এটি কার্যকর করা যাবে। অনুমোদন পেলে কুয়েতের নগর ব্যবস্থাপনায় এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, আবাসিক ভবনের বেসমেন্টকে জনসেবামূলক কাজে ব্যবহার করার এই উদ্যোগ কুয়েতের নাগরিক ও প্রবাসী উভয়ের জন্যই সেবার সুযোগ বাড়াতে পারে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়মকানুন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হবে বড় চ্যালেঞ্জ।
logo-1-1740906910.png)