মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৬ ডিসেম্বর ২০২৫
সৌদিতে আসছে শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯
বাহরাইন
বাহরাইনে মন্ত্রিসভায় রদবদল
বাহরাইনে মন্ত্রিসভায় পরিবর্তন আনা হয়েছে। শ্রমমন্ত্রীর পদে থাকা জামিল বিন মোহাম্মদ আলীর বদলে নতুন শ্রমমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফকে। এনিয়ে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা এক রাজকীয় ডিক্রি জারি করেছেন। ইউসুফ বিন আব্দুল হুসাইন খালাফ একই সাথে আইন মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, মন্ত্রিসভার এই পরিবর্তন অবিলম্বে কার্যকর হবে। এ নিয়ে সরকারি গ্যাজেটও প্রকাশ করা হবে। দেশটির জাতীয় দিবস উদযাপনের আগেই সরকারের পক্ষ থেকে এলো মন্ত্রিসভার এমন রদবদলের খবর।
সৌদি আরব
সৌদিতে আসছে শৈত্যপ্রবাহ
সৌদি আরবে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ দিকে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। পূর্বাভাসে বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় তাপমাত্রা প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যেতে পারে। যদিও সৌদির নানা এলাকা এখন পড়েছে বৃষ্টিপাতের কবলে। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর থেকে চলা বজ্রপাতসহ বৃষ্টি মক্কা, মদিনা, আল-জৌফ, কাসিম, হাইলসহ মোট ১২টি অঞ্চলজুড়ে চলবে সপ্তাহজুড়ে। এই সময়ে প্রবাসী, নাগরিক, বাসিন্দাদের নিরাপদে চলাচলের সতর্কতা জানানো হয়েছে। হড়কাবানপ্রবণ এলাকায় গাড়ি চালানোর বিষয়েও সতর্কতা জারি করা হয়েছে। গাড়ির গতি কমিয়ে চলার সাথে সাথে আবহাওয়ার হালনাগাদ নির্দেশনা জানতেও পরামর্শ দেওয়া হয়েছে। সৌদির বিভিন্ন এলাকায় আছেন বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী। নিরাপত্তার স্বার্থে তাদের এ নির্দেশনা মেনে চলা উচিত বলে মনে করছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা।
কুয়েত
কুয়েত সিটির ফারওয়ানিয়ায় অভিযান জোরদার পুলিশের
কুয়েত সিটির ফারওয়ানিয়া এলাকায় ব্যাচেলরদের বাড়ি ভাড়া নিয়ে থাকার বিরুদ্ধে অভিযান ও নজরদারি জোরদার করেছে পুলিশ।
এ অভিযানে পৌরসভা মোট ছয়টি মোবাইল ফিল্ড টিম গঠন করেছে। আরব টাইমসের খবরে বলা হয়েছে, অনেক বাড়িতে এখনো ব্যাচেলরদের ভাড়া দেওয়া হচ্ছে, যা ওই এলাকায় বৈধ নয়। তাই মিউনিসিপ্যালিটি বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২১টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। ৩৮টি বাড়ির মালিককে ওয়ার্নিং দেওয়া হয়েছে। যখন কোনো বাড়িতে ব্যাচেলর থাকার তথ্য নিশ্চিত করা হচ্ছে, তখন প্রথমে ওয়ার্নিং নোটিশ দেওয়া হয় এবং পরে ওই তথ্য অপরাধ তদন্ত বিভাগের কাছে পাঠানো হচ্ছে। বাসা-বাড়িগুলোতে ব্যাচেলর চলে গেলে তখন বিদ্যুৎ ও পানির সুবিধা ফিরিয়ে দেওয়া হচ্ছে। কুয়েতে আবাসিক ও ফ্যামেলি এলাকার নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে ব্যাচেলরদের বাসা ভাড়া দেওয়া অনুমোদিত নয়। ব্যাচেলরদের থাকার এলাকা নির্দিষ্ট করে দিচ্ছে কুয়েতের ফারওয়ানিয়া পৌরসভা। এমন অভিযান নিয়ে কুয়েতের প্রবাসীদের সতর্ক থাকার কথা বলছেন বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)