Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৫ ডিসেম্বর ২০২৫

পোলট্রি নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪

পোলট্রি নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

বাহরাইন

জাতীয় দিবস উপলক্ষে বাহরাইনে আনন্দ আয়োজন

১৬ ডিসেম্বর বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে আতশবাজির আয়োজন করা হয়েছে। বাহরাইন ইন্টারন্যাশনাল সার্কিটের আয়োজনে ১৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রঙিন হয়ে উঠবে গোটা বাহরাইনের আকাশ। বাহরাইন সার্কিটের পক্ষ থেকে দেশটির নাগরিক ও বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আতশবাজির আয়োজনস্থলে খাবার ও পার্কিং ব্যবস্থা রাখা হয়েছে। প্রতি বছর অনুষ্ঠিত এই আতশবাজি প্রদর্শন বাহরাইনের মানুষের একটি প্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশটির আমির হিসেবে সিংহাসনে বসেছিলেন কিং ইসা বিন সালমান আল খলিফা। তারপর থেকে দিনটি দেশটির জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে।  বাহরাইনে আছেন দেড় লাখ প্রবাসী বাংলাদেশি, যারা বাহরাইনে থেকেও পাবেন জাতীয় দিবস উদযাপনের আনন্দ। 


কুয়েত

পোলট্রি নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত

কুয়েত সরকার বাংলাদেশ ও তুরস্কের ওপর থেকে পোলট্রি আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একই সঙ্গে দেশটি মেক্সিকো থেকে পোলট্রি আমদানির ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে। কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক স্বাস্থ্য মানদণ্ড অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরব টাইমস এ সংবাদ প্রকাশ করেছে।

বাংলাদেশ সাম্প্রতিক সময়ে পোলট্রি খাতে স্বাস্থ্যঝুঁকি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিয়েছে। বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা (WOAH) এবং স্থানীয় পর্যবেক্ষণ রিপোর্টে দেখা গেছে, এ দেশগুলোতে পোলট্রি উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তা মান বজায় রাখা হচ্ছে। ফলে কুয়েত সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমদানির অনুমতি দিয়েছে।  

কুয়েতের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বলছে, দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় তারা আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করছে। পোলট্রি আমদানির ক্ষেত্রে প্রতিটি চালান পরীক্ষা করা হবে এবং স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে তা বাতিল করা হবে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।  

তুরস্ক ও বাংলাদেশ থেকে পোলট্রি আমদানির অনুমতি পুনরায় চালু হওয়ায় কুয়েতের বাজারে ডিম ও মুরগির মাংসের সরবরাহ বৃদ্ধি পাবে। এতে দাম স্থিতিশীল থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন। 


সৌদি আরব

জেদ্দা টাওয়ার হবে দুই কিমি উঁচু, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফাকে

সৌদি আরবে তৈরি হচ্ছে বিশ্বের অন্যতম উঁচু জেদ্দা টাওয়ার।জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে দুই কিলোমিটার। ধারণা করা হচ্ছে, উচ্চতায় জেদ্দা টাওয়ার ছাড়িয়ে যাবে দুবাইয়ের বুর্জ খলিফাকে।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সেই রেকর্ড ছুঁতে জেদ্দা টাওয়ার তৈরির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ভিশন ২০৩০ সামনে রেখে রকেট গতিতে এখন পর্যন্ত ৮০ তলার কাজ সম্পন্ন হয়েছে। 

২০২৫ সালের আগস্টের মধ্যে এটির নির্মাণকাজ ৭৫ তলায় পৌঁছে যায়। বেশ কিছু ক্রেন এবং পাম্পক্রিটের মাধ্যমে মূল অংশটি খুব দ্রুত শেষ হয় এবং ১৫৭ তলার মধ্যে ৫০% কংক্রিট ঢালাই সম্পন্ন হয়েছে। ভবনটির ভীত ৫০ মিটার গভীর আর প্রতি সপ্তাহে নতুন নতুন ছাদ ওঠার সাথে সাথে সৌদি আরব বিশ্বের স্থাপত্য দিগন্তকে নতুন করে সংজ্ঞায়িত করছে।

বেশ কিছু দিন নির্মাণকাজ বন্ধ থাকার পর এখন প্রতি ৩-৪ দিন অন্তর একটি করে তলা যুক্ত হচ্ছে জেদ্দা টাওয়ারে। ধারণা করা হচ্ছে, ২০২৮ সালের মধ্যে এটির নির্মাণকাজ শেষ হলে জেদ্দা টাওয়ারের উচ্চতা বুর্জ খলিফাকে ছাড়িয়ে যাবে। 

Logo