ওমানে প্রবাসীদের ওয়ার্ক কার্ড রিনিউর সময় প্রায় শেষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১
ওমানের শ্রম মন্ত্রণালয় (Ministry of Labour) প্রবাসী শ্রমিকদের অবস্থান সংশোধনের জন্য দেওয়া গ্রেস পিরিয়ড শেষ হতে চলেছে। ডিসেম্বর ২০২৫-এর পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে। ১৩ ডিসেম্বর এ সংবাদ প্রকাশ করেছে ওমান অবজারভার।
কী কী সুবিধা পাওয়া যাবে:
এই গ্রেস পিরিয়ডে নিয়োগকর্তা ও শ্রমিকরা কিছু বিশেষ ছাড়ের সুযোগ নিতে পারবেন:
- মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক কার্ডের জরিমানা বাতিল (যেগুলো সাত বছরের বেশি পুরনো)।
- ২০১৭ বা তার আগের রেকর্ডকৃত আর্থিক দায় মওকুফ, যার মধ্যে শ্রমিকের দেশে ফেরার টিকিটের খরচও অন্তর্ভুক্ত।
- ১০ বছরের বেশি সময় নিষ্ক্রিয় থাকা ওয়ার্ক কার্ড বাতিল, তবে প্রয়োজনে পুনরায় সক্রিয় করার সুযোগ থাকবে (যেমন নবায়ন, প্রস্থান, সেবা স্থানান্তর বা অনুপস্থিতি রিপোর্ট)।
কোম্পানিগুলোর ক্ষেত্রেও ছাড় প্রযোজ্য হবে যদি তারা সময়মতো ওয়ার্ক কার্ড নবায়ন বা শ্রমিকের সেবা স্থানান্তর না করে থাকে। শর্তসাপেক্ষে জরিমানা মওকুফ করা হবে, যেমন:
- ওয়ার্ক পারমিট নবায়ন ও ফি প্রদান
- শ্রমিকের সেবা বাতিল বা স্থানান্তর
- শ্রমিকের দেশে ফেরার টিকিটের খরচ পরিশোধ
শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, ডিসেম্বর ২০২৫-এর পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তাই নিয়োগকর্তা ও শ্রমিকদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
logo-1-1740906910.png)