Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৪ ডিসেম্বর ২০২৫

সৌদিতে কৃষি কর্মীদের জন্য এসেছে সুযোগ-সুবিধার ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

সৌদিতে কৃষি কর্মীদের জন্য এসেছে সুযোগ-সুবিধার ঘোষণা

বাহরাইন

রেস্তোরাঁ মালিকের জেল

মেয়াদবিহীন উপাদান দিয়ে খাবার তৈরি, বিক্রি ও লাইসেন্স ছাড়া নিজ বাড়িতে বাণিজ্যিক রান্নাঘর পরিচালনার দায়ে বাহরাইনে এক রেস্তোরাঁ মালিকের তিন বছরের জেল হয়েছে। মেয়াদবিহীন উপাদান দিয়ে খাবার তৈরি, বিক্রি ও লাইসেন্স ছাড়া নিজ বাড়িতে বাণিজ্যিক রান্নাঘর পরিচালনার দায়ে বাহরাইনে এক রেস্তোরাঁ মালিকের তিন বছরের জেল হয়েছে। সেইসাথে তাকে ৭ হাজার ২০০ বাহরাইনি দিনার জরিমানাও করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। রেস্তোরাঁ মালিকের নাম-পরিচয় কিংবা রেস্তোরাঁর নামও প্রকাশ করেনি পুলিশ।

তবে বাহরাইনের পুলিশ আদালতকে জানিয়েছে, রেস্টুরেন্টিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার মান ও খাবার রক্ষণাবেক্ষণে অবহেলা ছিল। অভিযানে তারা লাইসেন্সবিহীন স্টোররুমও দেখতে পায়। তাছাড়া ডেলিভারির উদ্দেশ্যে খাবার রান্নার জন্য মালিকের কোনো লাইসেন্সও ছিল না। পুলিশের তদন্তের পর যাচাই-বাছাইয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেস্তোরাঁ মালিকের এমন জেল, জরিমানা ও বাজেয়াপ্তের আদেশ দেন বাহরাইনের আদালত। 


সৌদি আরব

সৌদিতে কৃষি কর্মীদের জন্য এসেছে সুযোগ-সুবিধার ঘোষণা

সৌদির  মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশটিতে কৃষি ও পশুপালন কর্মীদের জন্য নানা সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে। এখন থেকে কর্মীরা প্রতি বছরের চাকরির জন্য ন্যূনতম ৩০ দিনের বার্ষিক বেতনসহ ছুটি নিতে পারবেন। সৌদি গেজেটের খবরে আরো বলা হয়েছে, বার্ষিক ছুটি পাওয়ার অধিকারী হওয়ার আগেই কর্মীদের যদি কোম্পানির সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, তাহলে চুক্তি শেষের পরে তাদের আর্থিক ক্ষতিপূরণ পাওয়ারও অধিকার থাকছে। সৌদি গেজেট এই খবর দিয়েছে। 

ঘোষণায় আরো বলা হয়েছে, একজন শ্রমিক একদিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। একজন শ্রমিক কমপক্ষে আধা ঘণ্টা বিরতি ছাড়া টানা পাঁচ ঘণ্টার বেশি কাজ করতে পারবেন না এবং এই বিশ্রামের সময়কালগুলো কর্মঘণ্টার অংশ হিসেবে বিবেচিত হবে। 

নিয়োগকর্তা কর্মচারীকে মূল মজুরির ৫০ শতাংশের সমপরিমাণ ওভারটাইম বেতন দেবেন, যা অতিরিক্ত কাজ করা ঘণ্টার জন্য প্রযোজ্য। তাছাড়া শ্রমিকের মৃত্যুর ক্ষেত্রে তার মৃতদেহ দাফন বা দেশে ফিরিয়ে আনার চূড়ান্ত প্রক্রিয়ার খরচ বহন করার জন্যও নিয়োগকর্তা বাধ্য থাকবেন। নিয়োগকর্তা অবশ্যই শ্রমিকদের তাদের পরিবারের সাথে যোগাযোগ করতে বাধা দেবেন না। নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কোনো ফি বা খরচ শ্রমিককে দিতে হবে না। 

তবে কর্মীকে অবশ্যই কাজের সময়সূচি, নির্দেশাবলি মেনে চলতে হবে, নিয়োগদাতার তথ্য গোপন রাখতে হবে। 


সংযুক্ত আরব আমিরাত

আমিরাতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস, চলাচলে সতর্কতা জারি

আমিরাতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মূলত নিম্নচাপের কারণে এমন বৃষ্টিপাত। সাথে থাকবে মেঘলা আকাশ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, দুবাই, আবুধাবি, আল আইন, শারজাহ ও রাস আল খাইমায় ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আর এই বৃষ্টিপাতের কারণে কিছু কিছু এলাকায় তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

এমন নাটকীয় আবহাওয়ায় নাগরিক ও বাসিন্দাদের সাবধানে চলাচল করতে ও সমুদ্রতীরে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি, দমকা বাতাস এবং দৃষ্টিসীমা নেমে যাওয়ায় এই সময়ে গাড়ি ও মোটরসাইকেল চালকদের সাবধানে ড্রাইভিং করতে সতর্ক করা হয়েছে। রাস্তা পিচ্ছিল হওয়ায় এই সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সব যানবাহনকে গতি কমিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।     

কুয়েত

বিদেশি কর্মীদের হয়রানি করা পুলিশ অফিসার গ্রেফতার

কুয়েতে বিদেশি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগে এক পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। কুয়েতের নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, সেই পুলিশ অফিসার বিভিন্ন সময়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে অভিবাসীদের কাছে ৫০০ দিনার ঘুষ দাবি করতেন এবং কেউ তা দিতে অপারগ হলে তাকে মামলা দিয়ে দেশে পাঠানোর হুমকি দিতেন।

আরব টাইমস জানিয়েছে, আদালতে পাবলিক প্রসিকিউশনের কাছে অভিযুক্ত পুলিশ অফিসার সব স্বীকার করেছেন। কর্তৃপক্ষ এখন ভুক্তভোগীদের শনাক্ত করতে এবং অন্যায় কর্মকাণ্ড বাতিল করতে ও পরবর্তী সময়ে যে কোনো লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে আগের মামলাগুলো পর্যালোচনা করছে। কর্তৃপক্ষ আরো সতর্ক করেছে, ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না

Logo