Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে প্রবাসীরা যে ৭ কাজ করলে নিশ্চিত জেল ও দেশছাড়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৮

আমিরাতে প্রবাসীরা যে ৭ কাজ করলে নিশ্চিত জেল ও দেশছাড়া

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় কঠোর ভিসা আইন প্রয়োগ করছে। Federal Law No. 29 of 2021 অনুযায়ী বিদেশিদের প্রবেশ ও বসবাসের নিয়ম ভঙ্গ করলে জেল, বড় অঙ্কের জরিমানা এবং দেশছাড়া হওয়ার শাস্তি হতে পারে। গালফ নিউজ এ তথ্যগুলো প্রকাশ করেছে।

আইন অনুযায়ী অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া বা চাকরি দেওয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এ ক্ষেত্রে ন্যূনতম দুই মাসের কারাদণ্ড এবং ১ লাখ থেকে ৫০ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। বিদেশি হলে বাধ্যতামূলক দেশছাড়া করা হবে।  

ভিজিট বা ট্যুরিস্ট ভিসায় কাজ করা বা ভিসার উদ্দেশ্য ছাড়া অন্য কাজে ব্যবহার করলে ন্যূনতম ১০ হাজার দিরহাম জরিমানা হতে পারে। পরিস্থিতি অনুযায়ী কারাদণ্ড ও দেশছাড়া আদেশও দেওয়া যেতে পারে।  

ভিসা সংক্রান্ত মিথ্যা তথ্য প্রদান করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড এবং ৫ হাজার ১০ হাজার দিরহাম জরিমানা হতে পারে। অন্যকে ভিসা অপব্যবহারে সহায়তা করলে ন্যূনতম ১০ হাজার দিরহাম জরিমানা এবং বিদেশি হলে বাধ্যতামূলক দেশছাড়া করা হবে।  

ভিসা বা আবাসন পারমিট জাল করা বা জাল নথি ব্যবহার করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং বিদেশি হলে বাধ্যতামূলক দেশছাড়া করা হবে।  

কোনো কোম্পানির প্রতিনিধি আইন ভঙ্গ করলে ন্যূনতম ৫০ হাজার দিরহাম জরিমানা এবং আদালতের আদেশে সর্বোচ্চ ছয় মাসের জন্য ব্যবসা বন্ধ হতে পারে।  

মেয়াদোত্তীর্ণ ভিসা বা অতিরিক্ত অবস্থান করলে প্রতিদিনের জন্য জরিমানা ধার্য হবে। জরিমানা না দিলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ৪ হাজার  দিরহাম জরিমানা হতে পারে। এছাড়া নবজাতকের জন্মের চার মাসের মধ্যে আবাসন ও পরিচয়পত্র সংগ্রহ বাধ্যতামূলক। 

Logo