Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাই পুলিশের বিশেষ আবহাওয়া সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৬

দুবাই পুলিশের বিশেষ আবহাওয়া সতর্কতা

দুবাই পুলিশ ১৩ ডিসেম্বর সন্ধ্যায় একটি জননিরাপত্তা সতর্কতা জারি করেছে। মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে তারা নাগরিক ও বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছে।  

এড়িয়ে চলার নির্দেশনা:

- সমুদ্রতট ও নৌযাত্রা থেকে বিরত থাকতে বলা হয়েছে।  

- উপত্যকা ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।  

- গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।  

পুলিশের বার্তায় বলা হয়েছে, কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং নিরাপদে থাকার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। সতর্কতার শেষে বার্তা দেওয়া হয়েছে “Stay safe”।

সংযুক্ত আরব আমিরাতে শীতকালে হঠাৎ বৃষ্টিপাত ও ঝড়ের কারণে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। বিশেষ করে উপত্যকা ও নিম্নাঞ্চলে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই জননিরাপত্তা নিশ্চিত করতে দুবাই পুলিশ নিয়মিতভাবে এ ধরনের সতর্কতা জারি করে থাকে।

Logo