ওমানে প্রবাসী শ্রমিকদের নতুন সমিতি গঠনের অনুমোদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:০৫
ওমানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় (MOSD) প্রবাসী শ্রমিক নিয়োগকারী অফিসগুলোর জন্য একটি নতুন সমিতি গঠনের অনুমোদন দিয়েছে। এই সমিতি নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ, মানসম্মতকরণ এবং প্রবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশটির শীর্ষ দৈনিক ওমান অবজারভার এ সংবাদ প্রকাশ করেছে।
সমিতির পরিচালনা পর্ষদে থাকবে ১২ জন সদস্য। তাদের মেয়াদ হবে দুই বছর এবং পুনর্নির্বাচনের সুযোগ থাকবে। প্রথম সাধারণ সভায় শুধু প্রতিষ্ঠাতারা পরিচালনা পর্ষদে প্রার্থী হতে পারবেন।
সমিতির মূল উদ্দেশ্য হলো প্রবাসী শ্রমিক নিয়োগের পেশাকে নিয়ন্ত্রণ ও মানসম্মতকরণ করা। সরকারি সংস্থা, কোম্পানি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে অফিসগুলোর কার্যক্রম উন্নত করা হবে। একই সঙ্গে অবৈধ নিয়োগ এজেন্সি বন্ধে সহযোগিতা, শ্রমবাজার নিয়ন্ত্রণ, উপযুক্ত দেশ নির্বাচন এবং সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে প্রবাসী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরো স্বচ্ছ ও নিরাপদ করা হবে।
সমিতির আয় আসবে সদস্যদের সাবস্ক্রিপশন, দান, উপহার ও অনুদান (মন্ত্রী অনুমোদন সাপেক্ষে), কার্যক্রম থেকে আয় এবং সরকারি ভর্তুকি থেকে।
ওমান সরকার মনে করছে, এই সমিতি গঠনের মাধ্যমে প্রবাসী শ্রমিক নিয়োগ প্রক্রিয়া আরো কার্যকর হবে। একই সঙ্গে শ্রমবাজারে শৃঙ্খলা আনা এবং প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
logo-1-1740906910.png)