মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ ডিসেম্বর ২০২৫
আমিরাতে ভিসা অপব্যবহারে হতে পারে ৫০ লাখ ডলার জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১৪:২৫
বাহরাইন
কর্মীদের জন্য সতর্কতা
বাহরাইনের রাজধানী মানামা শহরের বিভিন্ন এলাকায় কর্মক্ষেত্রকে (ওয়ার্কপ্লেস) শ্রমিকদের ডরমিটরি বা ঘরের মতো ব্যবহার করার বিষয়ে স্থানীয় কাউন্সিলরদের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এতে এমন প্রমাণ পাওয়া গেছে, কিছু দোকান বা কার্যালয়ের কর্মীরা তাদের কাজের জায়গায়ই রাত কাটাচ্ছেন, যা আগুন ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি করছে এবং এটি একটি তৎক্ষণাৎ পদক্ষেপের দাবি তুলেছে। গালফ ডেইলি নিউজ এ সংবাদ প্রকাশ করেছে।
স্থানীয় কর্মকর্তা ও কাউন্সিলররা জানিয়েছেন, কর্মক্ষেত্রকে ঘর হিসেবে ব্যবহার করলে অগ্নিযোগ্য পরিস্থিতি, জরুরি নির্গমনে বাধা ও স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। তারা এই ধরনের অনুশীলন বন্ধ করতে মালিকদের এবং শ্রমিকদের দায়িত্বশীল আচরণ অবলম্বনের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্র ও ঘুমানোর জায়গা পৃথক রাখা উচিত এবং শ্রমিকদের স্বাস্থ্য, নিরাপত্তা ও অগ্নি নিরাপত্তা নিয়মাবলির অধীনে স্বীকৃত ডরমিটরি বা আবাসিক সুবিধা প্রদান করা উচিত। সঠিক ব্যবস্থাপনা না থাকলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকে যায়।
এই সতর্কবার্তা এমন সময় এসেছে, যখন শ্রমিকের আবাসন ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে বাড়তি নজরদারি ও উদ্যোগ গৃহীত হচ্ছে। নিরাপদ কর্মস্থান এবং নিরাপদ বাসস্থান পৃথক রাখার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে নিয়মাবলি কঠোর করার প্রয়োজনও প্রস্তাবিত হচ্ছে।
সৌদি আরব
নির্ভুল ডেরিভারির জন্য অ্যাক্টিভেট করতে হবে ঠিকানা
নতুন বছরের জানুয়ারি থেকে সৌদিতে ডেলিভারি সেবা গ্রহণকারীদের অ্যাপে তাদের ঠিকানা অ্যাক্টিভেট করতে হবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে সমস্ত পার্সেল ডেলিভারি কোম্পানিগুলোকে যাচাইকৃত সৌদির ঠিকানা অন্তর্ভুক্ত না থাকা, কোনো চালান গ্রহণ বা পরিবহন করা নিষিদ্ধ করা হবে।
সৌদির পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ডেলিভারি সেবা নেওয়া যে কোনো ব্যক্তি চারটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের জাতীয় ঠিকানা অ্যাক্সেস বা যাচাই করতে পারবেন। সেগুলো হলো আবশের, তাওয়াক্কালনা, সেহহাতি এবং এসপিএল।
কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে, এই পদক্ষেপ কোম্পানিগুলোকে পার্সেল হ্যান্ডলিংয়ে উচ্চতর নির্ভুলতা অর্জনে সহায়তা করবে।
সংযুক্ত আরব আমিরাত
ভিসা অপব্যবহারের শাস্তি কঠোর করেছে আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে বিদেশিদের বসবাস, কাজ ও প্রবেশ-সংক্রান্ত আইন আরো কঠোর হতে যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশকারীদের আশ্রয়, কাজ দেওয়া বা কোনো ধরনের সহায়তা করা; সবই অপরাধের আওতায় পড়বে।
ভিসার অপব্যবহারও সমানভাবে গুরুতর অপরাধ। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, পর্যটক বা ভিজিট ভিসা নিয়ে আমিরাতে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমন অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে ১০ হাজার দিরহাম জরিমানা এবং পরিস্থিতি অনুযায়ী কারাদণ্ডও হতে পারে।
নতুন জারি করা আইন আরো বলছে, যারা নিয়ম ভেঙে আমিরাতে প্রবেশ করে বা ভিসার নিয়ম মানে না, তাদের উপস্থিতি চিহ্নিত করা কঠিন হয়। এতে জননিরাপত্তা ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তাই কঠোর নজরদারি এবং আইন প্রয়োগকে অত্যন্ত জরুরি বলে মনে করছে সরকার। কারণ এ ধরনের ব্যক্তি আইন এড়িয়ে চলা ছাড়াও নানা অপরাধে জড়িয়ে পড়তে পারে, যা রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি।
এমন অপরাধে জরিমানা শুরু হচ্ছে ১ লাখ দিরহাম থেকে। আর যদি একাধিক ব্যক্তি বা সংঘবদ্ধ চক্র জড়িত থাকে, জরিমানা সর্বোচ্চ ৫০ লাখ দিরহাম পর্যন্ত হতে পারে। এর সঙ্গে ন্যূনতম দুই মাস কারাদণ্ডও বাধ্যতামূলক। আমিরাত সরকার স্পষ্ট করেছে, দেশের শ্রমবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভিজিট বা ট্যুরিস্ট ভিসাকে অবৈধভাবে শ্রমবাজারে প্রবেশের পথ হিসেবে ব্যবহার ঠেকাতেই এসব কঠোরতা।
কাতার
কাতারে চালু হচ্ছে নিউ জেনারেশন লাইসেন্স প্লেট
কাতারে চালু হতে যাচ্ছে নিউ জেনারেশন গাড়ির লাইসেন্স প্লেট। নতুন এই নম্বর প্লেট রিপ্লেসমেন্টের কাজ শুরু হবে ব্যক্তিগত গাড়ি দিয়ে, যাতে কিউ যোগ করে টি ও আর অক্ষরগুলো থাকবে। যাতে যুক্ত হবে অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি। দেশটিতে যানবাহনের সংখ্যা বাড়লেও একাধিক বিকল্প থাকবে এই নম্বর প্লেটে ব্যবহারের।
প্রথম ধাপে ১৩ থেকে ১৬ ডিসেম্বরে যেসব যানবাহনের মালিকরা Sooum (সুয়াম) অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিশেষ প্লেট নম্বর পেয়েছেন, তাদের জন্য কিউ অক্ষর (Q) বরাদ্দ করা হবে।
দ্বিতীয় ধাপে যানবাহন লাইসেন্সিং ব্যবস্থায় প্রথমবারের মতো নিবন্ধিত ব্যক্তিগত যানবাহনের জন্য নতুন প্লেট স্থাপনের কাজ শুরু হবে ১ এপ্রিল ২০২৬ থেকে। এই যানবাহনগুলোকে অনুমোদিত ক্রম অনুসারে সেই সময়ে যেমন Q, T, অথবা R বরাদ্দ করা হবে।
আর তৃতীয় ধাপে লাইসেন্সপ্রাপ্ত সব ব্যক্তিগত গাড়িতে বর্তমান লাইসেন্স নম্বরে কিউ অক্ষর যুক্ত হবে।
logo-1-1740906910.png)