Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে শিগগিরই চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০

সৌদি আরবে শিগগিরই চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সেবা

সৌদি আরব বড় শহরগুলোতে এয়ার ট্যাক্সি সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। নগর পরিবহনে নতুন প্রজন্মের প্রযুক্তি যুক্ত করতে যুক্তরাষ্ট্রভিত্তিক ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (VTOL) উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান আর্চার এভিয়েশনের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দেশটি। এই উদ্যোগের মাধ্যমে সৌদি আরব উন্নত এয়ার মোবিলিটি বা অ্যাডভান্সড এয়ার মোবিলিটি (AAM) ব্যবস্থার দিকে বড় পদক্ষেপ নিল।

সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা সৌদি গেজেট জানিয়েছে, রিয়াদে অনুষ্ঠিত কো-মোশন গ্লোবাল সামিটে এই চুক্তি সই হয়। সেখানে সৌদি কর্মকর্তারা জানান, ভবিষ্যতের নগর পরিবহন ব্যবস্থায় এয়ার ট্যাক্সি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এটি বড় শহরগুলোর যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। উদ্যোগটি সৌদি আরবের জাতীয় বিমান চলাচল কৌশল এবং ভবিষ্যৎ পরিবহন রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সমঝোতা অনুযায়ী, সৌদি আরব ও আর্চার এভিয়েশন যৌথভাবে VTOL উড়োজাহাজের জন্য বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামো উন্নত ও সম্প্রসারণে কাজ করবে। এতে নিরাপত্তা ও সনদপ্রদান সংক্রান্ত মান যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (FAA) মানদণ্ডের সঙ্গে সমন্বয় করা হবে। একই সঙ্গে ধাপে ধাপে এয়ার ট্যাক্সি সেবা চালুর প্রস্তুতি নেওয়া হবে।

এই অংশীদারিত্বের আওতায় সৌদি আরবে একাধিক পরীক্ষামূলক উড্ডয়ন, প্রুফ-অব-কনসেপ্ট প্রদর্শনী, প্রয়োজনীয় অবকাঠামো মূল্যায়ন এবং জনসচেতনতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো বৃহৎ পরিসরে নিরাপদ ও কার্যকরভাবে এয়ার ট্যাক্সি সেবা চালুর জন্য সব ধরনের প্রস্তুতি নিশ্চিত করা।

সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশনের (GACA) এভিয়েশন সেফটি ও পরিবেশগত টেকসই উন্নয়নবিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন সুলাইমান আল-মুহাইমিদ বলেন, আর্চারের মতো বৈশ্বিক উদ্ভাবকদের সঙ্গে অংশীদারিত্ব সৌদি আরবের বিমান চলাচল ব্যবস্থায় VTOL উড়োজাহাজ যুক্ত করার জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামোকে আরো শক্তিশালী করবে। তিনি বলেন, এটি দেশের অ্যাডভান্সড এয়ার মোবিলিটি রোডম্যাপ বাস্তবায়নে সহায়ক হবে এবং সৌদি আরবকে এই খাতে নেতৃত্বের দিকে এগিয়ে নেবে।

আর্চার এভিয়েশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাডাম গোল্ডস্টেইন বলেন, সৌদি আরব ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থার জন্য দ্রুত ও দৃঢ় সিদ্ধান্ত নিচ্ছে। তিনি জানান, FAA-এর সঙ্গে সনদপ্রদান প্রক্রিয়া সমন্বয় এবং সৌদি আরবে প্রাথমিক পর্যায়ের পরীক্ষামূলক অপারেশন চালু হলে নিরাপদ ও টেকসই এয়ার ট্যাক্সি সেবার পথ সুগম হবে।

সংশ্লিষ্টরা বলছেন, এয়ার ট্যাক্সি সেবা চালু হলে সৌদি আরবের বড় শহরগুলোতে যানজট কমানো, সময় সাশ্রয় এবং পরিবেশবান্ধব নগর পরিবহনের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে উন্নত এয়ার মোবিলিটি ব্যবস্থায় সৌদি আরবকে অগ্রগামী অবস্থানে নিয়ে যেতে পারে।

Logo