Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মাদক ও নাগরিকত্ব জালিয়াতি কুয়েতের জন্য বড় হুমকি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯

মাদক ও নাগরিকত্ব জালিয়াতি কুয়েতের জন্য বড় হুমকি

কুয়েত নগরে ড্রাগ প্রবাহ আর নাগরিকত্ব জালিয়াতিকে দেশটির সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল-সাবাহ। তিনি রাজধানীর কুয়েত ইনস্টিটিউট ফর জুডিশিয়াল স্টাডিজের নতুন ড্রাগ আইন নিয়ে আয়োজিত এক সেমিনারে ভাষণকালে এসব কথা বলেন, যা প্রকাশ করে আরব টাইমস অনলাইন।

শেখ ফাহাদ বলেন, মাদকদ্রব্যের সমস্যা দেশকে বিপদের মুখে ফেলেছে, কিন্তু নাগরিকত্ব জালিয়াতি অধিক জটিল ও গভীর হুমকি সৃষ্টি করছে। দেশটির সম্পদ, জনসংখ্যা ও স্থিতিশীলতা আন্তর্জাতিক অপরাধী চক্রের নজর কেড়েছে এবং নাগরিকত্ব ও কর্মসংস্থান অর্জনে জাল পন্থা ব্যবহার করা হচ্ছে, যা কুয়েতের নিরাপত্তা ও সামাজিক সমতা হুমকির মুখে ফেলছে।

ড্রাগের সঙ্গে জড়িত ভয়াবহ ঘটনায় মাদকদ্রব্যে আক্রান্ত এক পুলিশ কর্মকর্তার নিজেরই বোনকে খুন করা কেস তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এটি সমাজে মাদকের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তার এক দুঃখজনক উদাহরণ। পাশাপাশি তিনি এমন একটি উদাহরণও তুলে ধরেন, যেখানে একজন প্রাক্তন মাদকসেবী চিকিৎসা নিয়ে সমাজে ফিরে গেছেন এবং হাসপাতালের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন, যা প্রমাণ করে যথাযথ চিকিৎসা ও সমর্থন জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

শেখ ফাহাদ আরো জানান, সরকার কঠোরভাবে নতুন অ্যান্টি-নারকোটিকস ও সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইন ২০২৫ বাস্তবায়ন করতে কাজ করছে। এই আইন ড্রাগ পাচার, ব্যবহার ও সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে কড়া দমনমূলক ব্যবস্থা, পুনর্বাসন ও চিকিৎসা সুবিধাসহ বিভিন্ন ধাপ একত্রে নিয়েছে। সরকারি তৎপরতায় দেশব্যাপী অধিকাংশ দলিত মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং জনগণকে মাদক প্রতিরোধ ও আইন সম্পর্কে সচেতন করতে “সেফগার্ডিং আওয়ার হোমল্যান্ড” নামের একটি ক্যাম্পেইন চালু করা হয়েছে। 

এদিকে নাগরিকত্ব জালিয়াতির বিষয়ে কুয়েত গত কয়েক বছর ধরে নাগরিকত্ব রদবাত বা জাল মনে হওয়া নামগুলো সম্পর্কে তদন্ত ও ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, শতাধিক নাগরিকত্ব জালিয়াতির ঘটনায় যুক্ত লোকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনেকের নাগরিকত্ব বাতিল করা হয়েছে।

সরকারের বক্তব্য, ড্রাগ ও নাগরিকত্ব জালিয়াতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নিলে জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হবে এবং যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখা যাবে।

Logo