মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১২ ডিসেম্বর ২০২৫
কুয়েতে দুই শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৫
বাহরাইন
চুরি করা কার্ড দিয়ে বিল পরিশোধ, জেল হলো কর্মীর
বাহরাইনে চুরি করা ব্যাংক কার্ড দিয়ে বিদ্যুৎ ও পানির বিল পরিশোধের অভিযোগে এক কর্মীকে কয়েক বছরের জেল দেওয়া হয়েছে। পাশাপাশি ১ হাজার দিনার জরিমানাও করা হয়েছে। আদালত ওই কর্মীকে সাজা খাটার পর তার নিজ দেশে ফেরত পাঠানোর আদেশ দিয়েছেন।
দ্য ডেইলি ট্রিবিউনের খবর থেকে জানা যায়, ওই কর্মী একটি এশিয়ান রেস্টুরেন্টে চাকরি করত। তবে সে কোন দেশের এবং রেস্টুরেন্টটি এশিয়ার কোন দেশি মালিকানার, সেটি জানানো হয়নি।
সাজা পাওয়া কর্মী এশিয়ার কোনো একটি দেশের কার্ড ব্যবহার করে বাহরাইনের কর্মীর নিজ বাসার বিদ্যুৎ ও পানির বিল দেওয়ার সময় জালিয়াতি করে অন্যের সিগনেচার নিজে দিচ্ছিল। সেই কার্ডটি চুরি গেছে বলে এশিয়ার একটি দেশে রিপোর্ট করা হয়েছিল। পেমেন্ট কোম্পানি সন্দেহজনক ২ হাজার ৪৫৩ দিনার লেনদেন রিপোর্ট করার পর তা আলোচনায় আসে।
বাহরাইনের আদালতে অভিযোগটি নিশ্চিত হলে সেই কর্মীর বিরুদ্ধে এমন শাস্তির রায় দেন।
সংযুক্ত আরব আমিরাত
আমিরাতে বেড়েছে জ্বর-সর্দি-হাঁপানি
সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হঠাৎ করে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে রোগীর সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আমিরাতের জাতীয় দিবস ঈদ উল ইত্তিহাদ উদযাপনের পরপরই গোটা আমিরাতে এসব রোগের প্রকোপ বেড়েছে। রোগীদের মধ্যে অধিকাংশই পেটের সমস্যা ও হাঁপানি-কাশির মতো নানা সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন। আমিরাতের ডাক্তাররা মনে করছেন, ছুটির সময়ে নাগরিক-বাসিন্দারা ঘোরাফেরা বেশি করার কারণে সর্দি, জ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়েছেন। ডাক্তাররা আরো উদ্বেগ জানিয়েছেন, শীতকাল চলাকালে এসব রোগের সংক্রমণ আরো বাড়তে পারে। এ সময় নাগরিক ও বাসিন্দাদের আরো সতর্ক থেকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছেন আমিরাতের ডাক্তাররা।
কুয়েত
কুয়েতে দুই শ্রমিকের মৃত্যু
কুয়েতের আল রাই এরিয়ায় একটি নির্মাণাধীন এলাকায় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু রয়েছে। তবে শ্রমিকরা কোন দেশের বা তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। আরব টাইমসেরর খবরে বলা হয়েছে, দেয়াল ধসের পরপরই দুই শ্রমিকেরর মৃত্যু হয়। সুয়াইখ থেকে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় যোগ দিলে আরো বড় ধরনের ধস ঠেকাতে তারা সক্ষম হয়। নির্মাণাধীন এই সাইটটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে আর কোনো ধসের ঘটনা না ঘটে। শ্রমিকদের মৃত্যুর ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে কুয়েতের স্থানীয় কর্তৃপক্ষ। কুয়েতে বৃষ্টির এই সময়ে কর্মক্ষেত্রে দেশটিতে থাকা বাংলাদেশি কর্মী-শ্রমিকদের সতর্ক থাকা উচিত বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা।
logo-1-1740906910.png)